WTC ফাইনালের আগে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিল এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ৭-১১ই জুন ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আইপিএল পর্ব শেষ করে এবার ভারতের টেস্ট অধিনায়ক রোহিত শর্মা, ইশান কিশান এবং স্ট্যান্ড-বাই প্লেয়ার যশস্বী জয়সওয়াল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য রবিবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিন ক্রিকেটারই মুম্বাই থেকে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আরেকজন স্ট্যান্ড-বাই প্লেয়ার সূর্যকুমার যাদব সোমবার দলের সঙ্গে যুক্ত হতে পারেন।
আরও পড়ুন: কি হবে যদি আইপিএল ২০২৩ ফাইনাল বৃষ্টিতে ভেস্তে যায়? জানুন বিস্তারিত
শুভমন গিল, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা এবং অজিঙ্কা রাহানে সোমবার রাতে আইপিএল ফাইনালের পরে রওনা দেবেন। ভারতের প্রথম স্কোয়াড গত ২৪ শে মে ইউকে পৌঁছেছে। শার্দুল ঠাকুর, উমেশ যাদব, রবি অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ এবং স্ট্যান্ড-বাই পেসার মুকেশ কুমার ইতিমধ্যেই একটি ছোট্ট ক্যাম্প করে অনুশীলন শুরু করে দিয়েছে। বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা দলের সঙ্গে খুব শীঘ্রই যোগ দেবেন।
ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ইশান কিষাণ, কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, ম. শামি, ম. সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।
স্ট্যান্ডবাই খেলোয়াড়: যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব।