জাদেজাকে দ্বিশতরান করতে দিতে চেয়েছিলেন রোহিত শর্মা, বড় বয়ান রবিচন্দ্রন অশ্বিনের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে লাল বলের ক্রিকেটে অধিনায়কত্বে অভিষেক করেন রোহিত শর্মা। আর প্রথম ম্যাচেই এসেছে বড় জয়। অথচ বড় আলোচনা শুরু হয়েছে, যখন রবীন্দ্র জাদেজা ১৭৫ রানে অপরাজিত থাকা সত্ত্বেও ডিক্লেয়ার করে দেন রোহিত।
আর এই নিয়ে নানা সমালোচনা উঠে এসেছে। অনেকেই মনে করছেন, জাদেজাকে দ্বিশতরান না করানোর জন্যই এই পরিকল্পনা করেছিলেন রোহিত। তবে এবার অধিনায়কের পাশে দাঁড়ালেন ভারতের আর এক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
ডিক্লেরেশনের বিষয় নিয়ে অশ্বিন বিসিসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "রোহিত খেলাটিকে সহজ রেখেছিল। যখন ও ডিক্লেয়ার করতে চাইল, ও চেয়েছিল যাতে জাদেজা দ্বিশতরান করতে পারে। শেষ অবধি, জাড্ডুই বলেছিল এটি জরুরি নয় এবং ডিক্লেয়ার করার জন্য। তাই এই সকল বিষয়কে মাথায় নিয়ে, আমি নিশ্চিত রোহিত খুবই অভিজ্ঞ। আমার মনে হয় ও দারুণ কাজ করেছে।"
আগামী ১২-১৬ মার্চ বেঙ্গালুরুতে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে নামবে ভারত ও শ্রীলঙ্কা। আর এই ম্যাচে জিতে ক্লিন সুইপ করতে চাইবেন অধিনায়ক রোহিত শর্মা।