শনিবার থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট, দেখে নিন ম্যাচের সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক : বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট। মোহালিতে উদ্বোধনী টেস্টে শ্রীলঙ্কাকে একটি ইনিংস এবং ২২২ রানে পরাজিত করার পরে, ভারত যে বেশ আত্মবিশ্বাসের সাথে বেঙ্গালুরুতে নামবে সেটা বলাই যায়। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত গত সপ্তাহে প্রথম টেস্টে ব্যাট এবং বল উভয়েই আধিপত্য বিস্তার করেছিল এবং ম্যাচটি মাত্র তিন দিনে শেষ করে।তাই অধিনায়ক দ্বিতীয় টেস্টেও একই লাইন আপ ধরে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে ।প্রথম টেস্টে প্রথমে ব্যাট করে, ভারত রবীন্দ্র জাদেজার অপরাজিত ১৭৫ রানে ৫৭৪/৮ এ তাদের ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে। জবাবে জাদেজাও বল হাতে দুরন্ত পারফমেন্স করেছিলেন, প্রথম ইনিংসে পাঁচ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে ভারতকে জয় নিশ্চিত করতে সাহায্য করেন তিনি। প্রথম টেস্টের সময়, রবিচন্দ্রন অশ্বিন টেস্টে সর্বোচ্চ ভারতীয় উইকেট শিকারীর তালিকায় কপিল দেবকে ছাড়িয়ে যান যখন বিরাট কোহলি তার ১০০তম টেস্ট ম্যাচ খেলেছিলেন।
দেখে নিন দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ :-
রোহিত শর্মা,মায়াঙ্ক আগারওয়াল,হনুমা বিহারী,বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন,রবীন্দ্র জাদেজা,শ্রেয়স আইয়ার,জয়ন্ত যাদব,মহম্মদ শামি,জসপ্রীত বুমরা।