'পঞ্জাব শীর্ষ দুইয়ে শেষ করবে'— সত্যি হল শশাঙ্ক সিংয়ের দুই মাস আগের ভবিষ্যদ্বাণী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পঞ্জাব কিংস ব্যাটার শশাঙ্ক সিং সোমবার যেন ভবিষ্যদ্রষ্টার ভূমিকায় অবতীর্ণ হলেন। ২ মাস আগেই তিনি বলেছিলেন, আইপিএল ২০২৫-এ তাঁর দল শীর্ষ দুইয়ে শেষ করবে, আর ঠিক তাই-ই হল।
১৭ মার্চ শুভঙ্কর মিশ্রের একটি পডকাস্টে অংশ নিয়ে শশাঙ্ক ভবিষ্যদ্বাণী করেছিলেন যে পঞ্জাব কিংস লিগ পর্বের শেষে শীর্ষ দুইয়ের মধ্যে থাকবে। ২৬ মে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সাত উইকেটে জয় পাওয়ার পর সেটাই বাস্তবে পরিণত হল। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল জয়পুরের সাওয়াই মান সিং স্টেডিয়ামে।
পঞ্জাব এবং মুম্বই, উভয় দলই ইতিমধ্যেই গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে প্লে-অফে জায়গা করে নিয়েছিল। লিগ টেবিলে শীর্ষ দুইয়ে থেকে লিগ শেষ করার অর্থ, ২৯ মে পঞ্জাব কিংস সরাসরি প্রথম কোয়ালিফায়ারে খেলবে , যেখানে জয়ের সুযোগ দুটি— একবার ফাইনালে উঠতে না পারলেও দ্বিতীয় সুযোগ মিলবে ৩ জুন।
ম্যাচে মুম্বইয়ের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০৯ রানের দ্বিতীয় উইকেট জুটিতে পঞ্জাবের ইনিংস গড়ে তোলে জশ ইংলিস ও প্রিয়ংশ । ৯ বল বাকি থাকতেই তারা লক্ষ্যে পৌঁছে যায়।
পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই টেবিলের সেরা চার দলের মধ্যে শেষ অবস্থানে থেকে প্লে-অফে উঠেছে এবং তারা এলিমিনেটর খেলবে ৩০ মে। গুজরাটের চূড়ান্ত অবস্থান নির্ভর করছে বেঙ্গালুরু ও লখনউ সুপারজায়ান্টসের মধ্যে মঙ্গলবারের শেষ লিগ ম্যাচের ফলাফলের উপর। প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী সরাসরি ফাইনালে যাবে। পরাজিত দলটি দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ীর মুখোমুখি হবে ফাইনালের টিকিটের জন্য।
ম্যাচ শেষে শশাঙ্ক সিং বলেছেন, "নিলামের পর আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যানিফেস্ট করেছিলাম—প্রথমে টপ ২-এ শেষ করব, তারপর আইপিএল জিতব।"