বিনামূল্যে স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন দর্শকরা, ডুরান্ড আয়োজকদের বড় উদ্যোগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন ডুরান্ড কাপে একাধিক আইএসএল ফ্র্যাঞ্চাইজি না খেলার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তাতেও যাতে এই ঐতিহ্যশালী প্রতিযোগিতার প্রতি মানুষের চাহিদা না কমে, তার জন্য বড় উদ্যোগ নিল ডুরান্ড কর্তৃপক্ষ। এবার দর্শকদের জন্য বিনামূল্যে স্টেডিয়ামে বসে খেলা দেখার ব্যবস্থা করল আয়োজকরা।
তবে এই আয়োজন কলকাতায় নয়, হবে জামশেদপুরে। শুক্রবার ডুরান্ড কাপের আয়োজকদের তরফ থেকে ঘোষণা করা হয়, জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে হওয়া ম্যাচগুলি বিনামূল্যে দেখতে পারবেন দর্শকরা। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে দেওয়া হবে টিকিট, যেখানে প্রতি মাথা পিছু চারটি করে টিকিট দেওয়া হবে।
তবে এই টিকিট শুধু প্রথম ম্যাচের জন্য, দ্বিতীয় ম্যাচ থেকে কোনও টিকিটই লাগবে না জামশেদপুরে। স্টেডিয়ামের ৪, ৫, ৬ ও ৭ নম্বর গেট খুলে দেওয়া হবে আমজনতার জন্য। পাশাপাশি স্থানীয় স্কুল ও জামশেদপুর স্পোর্টিং অ্যাসোসিয়েশন লিগের ৪১টি দলকেও টিকিট দেওয়া হবে।
জামশেদপুরে ডুরান্ড কাপের গ্রুপ সি-এর সব ম্যাচ হবে, যেখানে খেলবে জামশেদপুর এফসি, নেপালের ত্রিভুবন আর্মি এফসি, ইন্ডিয়ান আর্মি এফটি ও লাদাখ এফসি। এছাড়াও তৃতীয় কোয়ার্টার ফাইনালও হবে জামশেদপুরে।