'অধ্যায় শেষ': আল-নাসরের হয়ে শেষ ম্যাচে হারের পর বিদায়ের ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৪-২৫ সৌদি প্রো লিগের শেষ ম্যাচে আল ফাতেহর কাছে ২-৩ গোলে হারের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসর ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
এই ম্যাচেই রোনাল্ডো তাঁর ক্লাব কেরিয়ারের ৮০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন। তবে তাতেও আল-নাসরকে হার থেকে রক্ষা করা যায়নি এবং এর ফলে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে কোয়ালিফাই করার স্বপ্নও শেষ হয়ে যায়। ৭০ পয়েন্ট নিয়ে আল-নাসর লিগ টেবিলের তৃতীয় স্থানে মরসুম শেষ করেছে। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের থেকে তারা ১৩ পয়েন্ট এবং দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে ছিল।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিদায় নিয়ে ২০২২ সালে সৌদি ক্লাবে যোগ দেন রোনাল্ডো। চলতি গ্রীষ্মেই শেষ হচ্ছে তাঁর আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ।
ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে রোনাল্ডো লিখেছেন, “এই অধ্যায় শেষ। গল্প? এখনও লেখা বাকি। কৃতজ্ঞতা রইল সবার প্রতি।”
৪০ বছর বয়সী এই তারকা এখনই নতুন অধ্যায় শুরু করতে পারেন, কারণ ১৪ জুন থেকে শুরু হতে চলা ৩২-দলের ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।
এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত ফিফা একটি বিশেষ ট্রান্সফার উইন্ডো চালু করছে, যেখানে অংশগ্রহণকারী ক্লাবগুলো নতুন খেলোয়াড় সই করাতে পারবে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও সম্ভাব্য রোনালদো-চুক্তির ইঙ্গিত দিয়েছেন।
তিনি জনপ্রিয় ইউটিউব স্ট্রিমার আইশোস্পিড-এর চ্যানেলে বলেন, “ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন। কিছু ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। কোনো ক্লাব আগ্রহী হলে রোনাল্ডোকে সাইন করাতে পারে। এখনও সময় আছে, মজার কিছু হতে পারে।”
এই টুর্নামেন্টে রোনাল্ডো যদি অংশ নেন, তাহলে ২০২২ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো তিনি তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে একই প্রতিযোগিতায় অংশ নেবেন।
যদিও আল-নাসরের মরসুম শেষ হয়েছে হতাশাজনকভাবে, তবে রোনালদো সৌদি প্রো লিগে গোল্ডেন বুট জয় করেছেন ২৪ গোল করে। ক্লাবটির হয়ে ১১১ ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৯ গোলে।