ক্রিকেট ইতিহাসের সব থেকে দামী! সোনায় মোড়া জার্সি পরে খেলবেন গেইল-পোলার্ডরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের জীবনযাপন লার্জার দ্যান লাইফ। এবার অবসরের পর যখন আবারও তারা মাঠে নামবেন, সেখানেও লার্জার দ্যান লাইফ ব্যাপার ঘটাবেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়েন ব্রাভোরা। ক্রিকেট ইতিহাসের সব থেকে দামী জার্সি পরে এবার খেলবেন তারা।
ইংল্যান্ডে শুরু হতে চলেছে 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস' প্রতিযোগিতা, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত প্রাক্তন ক্রিকেটাররা অংশ নেবেন। সেখানে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তনীরাও। সেই প্রতিযোগিতায় বিশেষ একটি জার্সি পরবেন গেইল-পোলার্ডরা, যা ক্রিকেট ইতিহাসের সব থেকে দামী হিসেবে দাবি করা হচ্ছে।
এই জার্সিটি তৈরি করেছে দুবাইয়ের একটি সংস্থা, যাতে থাকবে ১৮ ক্যারেটের সোনা। ৩০ গ্রাম, ২০ গ্রাম ও ১০ গ্রামের সোনা খোদাই করা থাকবে এই জার্সিতে। এই নিয়ে জার্সি নির্মাণকারী সংস্থার কর্তা রাজ করণ দুগগাল জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তিদের শ্রদ্ধা জানাতে ও তাদের সংস্কৃতিকে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৮ জুলাই থেকে। এই প্রতিযোগিতায় ভারতের হয়ে অংশ নেবেন শিখর ধাওয়ান, সুরেশ রায়না, ইউসুফ ও ইরফান পাঠান সহ একাধিক প্রাক্তনী। অধিনায়কত্ব করবেন যুবরাজ সিং।