রিজওয়ানের অনবদ্যতার কাছে ফিকে পড়ল বিরাটের প্রত্যয়, ভারতকে হারাল পাকিস্তান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এশিয়া কাপের প্রথম ম্যাচে হারের বদলা সুপার ফোরে নিয়ে নিল পাকিস্তান। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতকে ৫ উইকেটে হারাল পাকিস্তান।
আর পাকিস্তানের এই জয়ে অসাধারণ ভূমিকা পালন করেন উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। এবং রিজওয়ানের অনবদ্যতায় ফিকে পড়ে গেল বিরাট কোহলির প্রত্যয়ী ইনিংস।
প্রথমে ব্যাট করে ঝড় তোলেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুল, তবে ভালো শুরু করেও দুজনেই ২৮ রানে আউট হন। এরপর শুরু হয় বিরাট কোহলির শো। ৪৪ বলে ৬০ রানের লড়াকু ইনিংস খেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
কিন্তু ম্যাচে বিরাটকে সঙ্গ দেওয়ার মত কেউই ছিলেন না। ঋষভ পন্থ (১৪), সূর্যকুমার যাদব (১৩),।দীপক হুডা (১৬) কেউই সেভাবে খেলতে পারেননি। শেষ অবধি ভারত ১৮১/৭ তুলতে পারে।
জবাবে শুরুতে বাবর আজমকে তুলে নেন রবি বিষ্ণোই। কিন্তু পাকিস্তান তিন নম্বরে স্পিনার মহম্মদ নাওয়াজকে নামিয়ে দিয়ে চমক দেয়। আর সেই চমক কাজে লেগে যায় পাকিস্তানের। একদিকে রিজওয়ান যখন নিজের খেলা খেলছিলেন, তখন ২০ বলে ৪২ রানের দুরন্ত ইনিংস খেলেন নাওয়াজ।
এক সময়ে মনে হচ্ছিল, পাকিস্তান ম্যাচ জেতার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তবে ১৬ ও ১৭তম ওভারে যথাক্রমে নাওয়াজ ও রিজওয়ানের আউটের পর খেলা ঘুরে যায় ভারতের দিকে। কিন্তু শেষ অবধি আসিফ আলি ও খুশদিল শাহের দুরন্ত ফিনিশিংয়ে এক বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
মূলত এই ম্যাচে ভারত মিস করেছেন দুই তারকা বোলার রবীন্দ্র জাদেজা ও আভেশ খানকে। আরশদীপ সিং (১-২৭) ও রবি বিষ্ণোই (১-২৬) ছাড়া বাকিরা সবাই ১০ এর কাছে প্রতি ওভার রান দিয়েছেন। এবং এটিই ভুগিয়েছে ভারতকে এই ম্যাচে। তবে এই হারের জেরে এশিয়া কাপ থেকে ছিটকে যায়নি ভারত। এখনও শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে।