সেনায় প্রবেশের ব্যর্থ প্রয়াস থেকে ভারত এ দলে সুযোগ - জানুন বঙ্গ পেসার মুকেশ কুমারের কাহিনী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচের সিরিজের জন্য ভারত এ দলে সুযোগ পান বাংলা দলের পেসার মুকেশ কুমার। ঘরোয়া স্তরে ধারাবাহিক পারফর্মেন্সের পুরষ্কার পেয়েছেন মুকেশ। রঞ্জি ট্রফি সহ ঘরোয়া টুর্নামেন্টগুলিতে দুরন্ত পারফর্মেন্সের সৌজন্যে পেয়েছিলেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে সুযোগ। আর এবার ভারত এ দলের হয়ে খেলবেন মুকেশ।
তবে মুকেশের ক্রিকেটে আসার যাত্রাটা বেশ রোমাঞ্চকর। বিহারের গোপালগঞ্জ জেলার কাকারকুন্ডে জন্ম মুকেশের। তবে ২০১১-১২ সালে কলকাতায় চলে আসতে হয় মুকেশকে, সেখানে তার বাবা ট্যাক্সির ব্যবসা করতেন। সেই সময় মুকেশ কলকাতা ক্লাব ক্রিকেটে দ্বিতীয় ডিভিশন এবং পরে প্রথম ডিভিশন লিগে খেলতেন। যদিও বিহারে অনুর্ধ্ব ১৯ পর্যায়ের ক্রিকেট খেলেছিলেন তিনি।
কিন্তু ক্রিকেট না খেলে চাকরি করার বিষয়ে পরিবারের তরফ থেকে চাপ পেয়েছিলেন মুকেশ। এই নিয়ে এক সাক্ষাৎকারে মুকেশ বলেছেন, "বিহারে যদি আপনি আপনার পরিবারকে বলেন যে আপনি ক্রিকেটে মনোনিবেশ করতে চান, তারা সব সময় বলবে 'না'। ওনারা আমায় পড়াশোনা করে ভালো চাকরি পেতে দেখতে চেয়েছিলেন।"
এবং পরিবারের কথা রাখতে ভারতীয় সেনাবাহিনীতে সুযোগ পাওয়ার চেষ্টা করেছিলেন মুকেশ। কিন্তু তিনবার ফিজিকাল ট্রায়ালে ব্যর্থ হন তিনি। এবং তারপর ক্রিকেট ও সিএবির ভিশন ২০২০ মুকেশের জীবন বদলে দেয়।
ভিশন ২০২০ প্রকল্পে কোচ হিসেবে ছিলেন ওয়াকার ইউনিস, মুত্থাইয়া মুরলিধরণ ও ভিভিএস লক্ষ্মণের মত প্রখ্যাত ক্রিকেটাররা। কিন্তু সেখানে ২০০-২৫০ ক্লাব ক্রিকেটারদের মধ্যে সুযোগ পেয়েছিলেন মুকেশ। তবে যখন ট্রায়ালের জন্য মুকেশের নাম ঘোষণা করা হয়, তখন বাথরুমে ছিলেন তিনি। এরপর তিনি সেখান থেকে বেরিয়ে এসে নিজের দেরি হওয়ার কারণ জানান।
এবং তারপর নির্বাচকরা তাকে বোলিংয়ের সুযোগ দেন। সেই সময় মুকেশ নিজের বোলিংয়ের মাধ্যমে মুগ্ধ করেন পাকিস্তানের অন্যতম শ্রেষ্ট পেসার ওয়াকার ইউনিসকে। যার ফলে নির্বাচিত হন বাংলা দলে।
বর্তমানে মুকেশ এই বাংলার দলের পেস ব্রিগেডের অন্যতম বড় মুখ। অশোক দিন্দার বিদায়ের পর মুকেশকে দায়িত্ব নিতে হয়েছে, এবং সেই দায়িত্ব ভালো ভাবেই পালন করছেন। সদ্য রঞ্জি ট্রফিতে সেমি ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন মুকেশ। ২৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ২.৭৩ ইকোনমিতে ৯৫ উইকেট নিয়েছেন মুকেশ।
এখন এটিই দেখার, ইন্ডিয়া এ দলের হয়ে সেই প্রত্যয় ও ধারাবাহিকতা দেখাতে পারবেন মুকেশ!