আজকের দিনে : ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ঐতিহাসিক হ্যাটট্রিক নিয়েছিলেন হরভজন সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০০১ সালে স্টিভ ওয়ার অশ্বমেধের ঘোড়া এসেছিল ভারতে। প্রথম টেস্টে মুম্বইয়ে ভারতকে ধরাশায়ী করার পর, কলকাতায় সিরিজ জয়ের লক্ষ্যে একপ্রকার নিশ্চিত ছিল অস্ট্রেলিয়া। কিন্ত এক তরুণ হরভজন সিংয়ের দাপটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় হাসিল করে নেয় সৌরভ গাঙ্গুলির ভারত।
আজকের দিনেই, অর্থাৎ ১১ মার্চ তারিখে হরভজন সিং প্রথম ভারতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন। কলকাতা টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়া দাপুটে জায়গায় ছিল। ২৫২/৪ ছিল স্কোর। এমন পরিস্থিতিতে ৭২তম ওভারে হরভজন সিং রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট ও শেন ওয়ার্নকে পরপর বলে আউট করে এই কৃতিত্ব অর্জন করলেন হরভজন।
সেই ম্যাচে হরভজন সিং ১৩টি উইকেট নেন। আর সেই ঐতিহাসিক টেস্ট ম্যাচে ফলো অন খেয়েও ভারত ১৭১ রানে হারায় অস্ট্রেলিয়াকে।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৪৫ রান করে, জবাবে ভারত মাত্র ১৭১ রানে গুটিয়ে যায়। এরপর ফলো অনে নামে ভারত। ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের অনবদ্য পার্টনারশিপে সাত উইকেটে ৬৫৭ রান করে ডিক্লেয়ার করে ভারত। আর এর পর অস্ট্রেলিয়া ২১২ রানে গুটিয়ে যায়।