অসহায় আত্মসমর্পণ! বিশ্বমঞ্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের ধারা বজায় রাখল ভারতের মেয়েরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পুরুষদের ক্রিকেট হোক কিংবা মহিলাদের ক্রিকেট, বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেন জিততেই পারছে না ভারত। চলতি মহিলা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে কার্যত আত্মসমর্পণ করল টিম ইন্ডিয়া।
গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ড ৬২ রানে হারাল ভারতের মেয়েদের। আর এই জয়ের মূল কারিগর অ্যামেলিয়া কের। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। ভারতের হয়ে একা হরমনপ্রীত কৌর ছাড়া আর কেউই সেভাবে লড়তে পারেননি।
প্রথমে ব্যাট করে অ্যামি সাদারওয়েট (৭৫) ও অ্যামেলিয়া কের (৫০) এর দুরন্ত অর্ধশতরানে নিউজিল্যান্ড ৫০ ওভারে ২৬০/৯ স্কোর তোলে। ভারতের হয়ে ৩৪ রানে চার উইকেট নেন পূজা বস্ত্রকার। এছাড়া দুটি উইকেট নিয়েছেন রাজেশ্বরী গায়কোয়াড়।
জবাবে ৫০ রানের মাথায় ভারতের তিন উইকেট পড়ে গিয়েছিল। ২৬০ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ভারতের তারকা ব্যাটাররা সেরকম মানসিকতাই দেখাননি। অধিনায়িকা মিতালি রাজ ৫৫ এর স্ট্রাইক রেটে ৩১ রানের ইনিংস খেলেন।
একা হরমনপ্রীত কৌর কিছুটা লড়াই চালান, ৬৩ বলে ৭১ রান করেন। কিন্তু হরমনপ্রীত আউট হওয়ার পর ম্যাচ কার্যত কিউইদের হাতে চলে যায়। আর শেষ অবধি ১৯৮ রানে অল আউট হয়ে যায় ভারত।