একেবারে হঠাৎ করেই নেতৃত্ব বদল করে দিল টিম ইন্ডিয়া! নতুন অধিনায়ক এই তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন জিম্বাবওয়ে সফরে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল ভারত। আর সেই দলের অধিনায়ক হিসেবে ঘোষিত করা হয়েছিল তারকা ওপেনার শিখর ধাওয়ানকে। কিন্তু একেবারে হঠাৎ করেই নেতৃত্ব বদলে দিল সর্বভারতীয় নির্বাচক কমিটি।
বৃহস্পতিবার বিসিসিআইয়ের তরফ থেকে ঘোষণা করা হয়, আর এক তারকা ভারতীয় ওপেনার কেএল রাহুল ফিট হয়েছেন, এবং তাকে জিম্বাবওয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলে সুযোগ দেওয়া হয়েছে। আর তারই সাথে তাকে দলের অধিনায়ক করা হয়েছে। শিখর ধাওয়ানকে সহ অধিনায়ক নিযুক্ত করা হয়েছে।
গত মে মাস থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি রাহুল। স্পোর্টস হার্নিয়া চোটের জেরে অস্ত্রোপচার করান রাহুল, তারপর রিহ্যাবের সময়ে করোনা ধরা পড়ায় জাতীয় দলে ফিরতে বিলম্ব হয়েছিল তারকা এই ব্যাটারের। কিন্তু বর্তমানে তিনি সুস্থ হয়ে ফিরেছেন।
আগামী ১৮, ২০ ও ২২ আগস্ট জিম্বাবওয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত।
জিম্বাবওয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল - কে এল রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ইশান কিশান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আভেশ খান, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, দীপক চাহার