ইতিহাস গড়লেন ঝুলন, মহিলা বিশ্বকাপের ইতিহাসে যুগ্ম সর্বোচ্চ উইকেট শিকারী হলেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিহাস গড়তেই যেন মাঠে নামেন ঝুলন। আর নিজের পঞ্চম বিশ্বকাপে নেমে সেই কাঙ্খিত রেকর্ডটিও ছুঁয়ে ফেললেন চাকদহ এক্সপ্রেস। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৪১ রানে একটি উইকেট নেন ঝুলন। আর এর জেরে মহিলা বিশ্বকাপের ইতিহাসে যুগ্ম সর্বোচ্চ উইকেট শিকারী হলেন ঝুলন।
এক্ষেত্রে তিনি সমানে এলেন অস্ট্রেলিয়ার লিনেট অ্যান ফুলস্টনের সাথে, যিনি ১৯৮২-১৯৮৮ সাল অবধি খেলেছেন। এই দুই বোলারই মহিলা বিশ্বকাপে ৩৯টি উইকেট নিয়েছেন।
নিউজিল্যান্ডের ইনিংসের শেষ ওভারে কেটি মার্টিনকে আউট করে এই ইতিহাস গড়েন ঝুলন। ২০০৫ সালের বিশ্বকাপ থেকে খেলা ঝুলন মোট পাঁচটি মহিলা বিশ্বকাপ খেলেছেন, আর এবার তিনি গড়লেন এই অনন্য কীর্তি।