রঞ্জি ট্রফিতে রানের পাহাড় তৈরি করল ঝাড়খন্ড, দুর্দান্ত ইনিংস ১৭ বছর বয়সী কুমার কুশাগ্রার

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক : ঝাড়খণ্ড ক্রিকেট দল সোমবার নাগাল্যান্ডের বিরুদ্ধে মোট ৮৮০ রান করেছে, রঞ্জি ট্রফিতে এক ইনিংসে চতুর্থ সর্বোচ্চ দল, ১৭ বছর বয়সী কুমার কুশাগ্রার ২৬৬ এবং শাহবাজ নাদিমের ১৭৭ রানের সৌজন্যে।
ঝাড়খণ্ড দল, তাদের অভিজ্ঞ অধিনায়ক সৌরভ তিওয়ারির নেতৃত্বে নাগাল্যান্ডের বোলিং লাইন আপের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নামে এবং একের পর এক বড় স্কোর তৈরি করে। ৫ নম্বরে ব্যাট করতে এসে, তরুণ বিরাট সিং একটি দুর্দান্ত ১০৭ রান দিয়ে আক্রমণ শুরু করেছিলেন, তারপরে কুশাগরার রেকর্ড ২৬৬ এবং নাদিমের ১৭৭ রান।
এছাড়াও, ১১ নম্বর ব্যাটার রাহুল শুক্লাও বিশাল ৮৫ রান করে প্রথম ইনিংসে তার দলকে মোট ৮৮০ রানের পাহাড়ে নিয়ে যান।