IPL 2022 : এবারের আইপিএলের টিকিটের দাম জানেন? দেখলে চমকে যাবেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএল ২০২২ শুরু হতে আর কয়েক দিন বাকি। মুম্বই, নভি মুম্বই ও পুনের মোট চারটি স্টেডিয়াম জুড়ে আয়োজিত হবে আইপিএল ২০২২ এর গ্রুপ পর্বের ম্যাচগুলি।
ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফ থেকে স্টেডিয়ামে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আর এর জেরে বুধবার থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে।
কিন্তু প্রশ্ন হল, কত দাম হবে টিকিটের? যেহেতু পুরো ১০০ শতাংশ দর্শক আসছে না, এর ফলে টিকিটের দাম কিছুটা বেশিই হবে, সেটিই আন্দাজ করা হচ্ছে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৯৮০০ থেকে ১০ হাজার দর্শক আসবে। আর এখানে টিকিটের মূল্য ২৫০০ টাকা থেকে ৪০০০ টাকা অবধি।
এদিকে ব্রাবোর্ন স্টেডিয়ামে ৯৮০০ থেকে ১০ হাজার দর্শক সর্বোচ্চ আসতে পারবে। ব্র্যাবোর্নে আইপিএল দেখতে গেলে ৩০০০ থেকে ৩৫০০ টাকা খরচ করতেই হবে টিকিটের জন্য।
ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ১২ হাজার দর্শক আসতে পারবে। আর টিকিটের ক্ষেত্রেও, ডি ওয়াই পাটিলের দাম অনেক কম। মার ৮০০ থেকে ২৫০০ টাকার মধ্যে মিলবে টিকিট।
আর সব শেষে, পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ১২ হাজার দর্শক আসতে পারবে। সেক্ষেত্রে টিকিটের দাম ১০০০ থেকে ৮০০০ টাকা রাখা হয়েছে।