হংকংয়ের বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামবে ভারত, রাহুলের জায়গায় সুযোগ পাবেন ঋষভ পন্থ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত রবিবার পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করেছিল ভারত। এবার বুধবার হংকংয়ের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে ভারত কি প্রথম একাদশে কোনও পরিবর্তন আনবে?
পাকিস্তানের বিরুদ্ধে ভারত জয় পেলেও সংশয়ে থাকবে দুই ওপেনারের পারফর্মেন্স। অধিনায়ক রোহিত শর্মা ১৮ বলে মাত্র ১২ রান করেছিলেন। এদিকে কেএল রাহুল চোট সারিয়ে ফেরার পর প্রথমবার নেমেছিলেন, কিন্তু প্রথম বলেই আউট হয়ে ফেরেন। এছাড়া পাকিস্তান ম্যাচে তারকা উইকেটকিপার ঋষভ পন্থের অনুপস্থিতি সকলের নজর কাড়ে।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি কেএল রাহুলের জায়গায় আসবেন ঋষভ পন্থ? হয়ত এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেবে না ভারতীয় দল। বিশেষ করে যখন রাহুল এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ফলে রাহুল-রোহিত জুটিই শুরু করবে হংকংয়ের বিরুদ্ধে।
এরপর তিন নম্বরে স্বাভাবিক ভাবেই আসবেন বিরাট কোহলি। চার নম্বরে আবারও রবীন্দ্র জাদেজাকে আনা হবে কিনা, নাকি সূর্যকুমার যাদবকে চার নম্বরে আনা হবে - সেটি পুরোপুরি পরিস্থিতির উপর নির্ভরশীল। পাঁচ ও ছয়ে যথাক্রমে হার্দিক পান্ডিয়া ও দীনেশ কার্তিক থাকবেন। প্রয়োজনে ছয়ে ব্যাট করতে আসতে পারেন জাদেজা, যেহেতু দীনেশ কার্তিক অন্তিম কিছু ওভারেই ব্যাট করবেন।
এদিকে বোলিংয়ের কথা বললে, ভুবনেশ্বর কুমারের নেতৃত্বে ভারতীয় বোলাররা আক্রমণে নামবে। আরশদীপ সিং ও আভেশ খান ভুবির সাথে পেস ব্রিগেডে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। এদিকে স্পিন জুটি হিসেবে জাদেজা ও যুজবেন্দ্র চাহাল কার্যকরী ভূমিকা নিয়েছিলেন পাকিস্তান ম্যাচে, এবং হংকংয়ের বিরুদ্ধে তা দেখাতে পারেন। পঞ্চম বোলার হিসেবে হার্দিক পান্ডিয়া যথেষ্ট উপযোগী কাজ করেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছিলেন তিন উইকেট।
হংকংয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ - রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং।