সাদা বলের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে টিম ইন্ডিয়া! দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইংল্যান্ড সফরের পর ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দেবে টিম ইন্ডিয়া। সেখানে তিনটি একদিবসীয় আন্তর্জাতিক ও পাঁচটি টি২০ আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলবে ভারত।
আগামী ২২ জুলাই থেকে ২৭ জুলাই এই সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। তারপর ২৯ জুলাই থেকে ৭ আগস্ট হবে পাঁচটি টি২০ ম্যাচ। সব ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে সাতটায় এবং টি২০ ম্যাচ শুরু হবে রাত আটটায়।
তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর, এই সিরিজটি দেখা যাবে না টিভিতে। কেবল ও স্যাটেলাইট টেলিভিশন যুগ আসার পরে, এই প্রথম ভারতের কোনও সিরিজ টিভিতে সম্প্রচারিত হবে না। বরং ফ্যানকোড ওটিটি প্ল্যাটফর্ম, যা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পার্টনার, সেখানে এক্সক্লুসিভলি সম্প্রচারিত হবে এই দুটি সিরিজ।
এক নজরে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের পূর্ণাঙ্গ সূচি -
প্রথম ওয়ানডে - ২২ জুলাই
দ্বিতীয় ওয়ানডে - ২৪ জুলাই
তৃতীয় ওয়ানডে - ২৭ জুলাই
(সমস্ত ম্যাচ হবে পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে)
প্রথম টি২০ - ২৯ জুলাই (ব্রায়ান লারা স্টেডিয়াম, পোর্ট অফ স্পেন)
দ্বিতীয় টি২০ - ১ আগস্ট (ওয়ার্নার পার্ক, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস)
তৃতীয় টি২০ - ২ আগস্ট (ওয়ার্নার পার্ক, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস)
চতুর্থ টি২০ - ৬ আগস্ট (ব্রোওয়ার্ড কাউন্টি গ্রাউন্ড, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র)
পঞ্চম টি২০ - ৭ আগস্ট (ব্রোওয়ার্ড কাউন্টি গ্রাউন্ড, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র)