এশিয়া কাপ সুপার ফোর পর্বে পাকিস্তানের বিরুদ্ধে একাদশ সাজাতে কালঘাম ছুটবে টিম ইন্ডিয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের শেষ চার পর্বে আবারও মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এর আগে এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল ভারত। কিন্তু সেবার থেকে এইবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন ভারতের জন্য।
চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। এই পরিস্থিতিতে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে, জাদেজার জায়গায় কাকে খেলানো যাবে। এদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে মাত্র ৩৮ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। এবং ব্যাটিংয়ে ১৯৩ রানের পাহাড়প্রমাণ স্কোর তোলে পাক ব্রিগেড। যার ফলে পাকিস্তান দলটি প্রস্তুত হয়েই মাঠে নামবে, তা বলাই যায়।
এমন পরিস্থিতিতে কি হবে ভারতের একাদশ? চলুন দেখে নিই।
নিঃসন্দেহে এই ম্যাচে ওপেনিং করবেন কেএল রাহুল ও রোহিত শর্মা, যদিও চলতি এশিয়া কাপের দুই ম্যাচে সেভাবে খেলতে পারেননি এই দুই ব্যাটার। এদিকে তিনে নামবেন ফর্মে ফিরতে থাকা বিরাট কোহলি। চারে আসবেন দুরন্ত ছন্দে থাকা সূর্যকুমার যাদব।
পাঁচ নম্বরে খেলার সম্ভাবনা রয়েছে ঋষভ পন্থের, যদিও পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচে খেলেছিলেন দীনেশ কার্তিক। এদিকে এই ম্যাচে দলে ফিরবেন হার্দিক পান্ডিয়া। সুতরাং পন্থ ও কার্তিকের মধ্যে একজনকে বাছতে হবে টিম ম্যানেজমেন্টকে। এক্ষেত্রে কার্তিকের সম্ভাবনাই বেশি, কারণ ফিনিশার হিসেবে তার প্রয়োজনীয়তা অনেকটাই বেশি।
এরপর রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসেবে দীপক হুডা বা রবিচন্দ্রন অশ্বিনকে খেলাতে পারে ভারত। এক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট যদি ব্যাটিং বিভাগ শক্তিশালী করতে চায়, সেক্ষেত্রে হুডাকে খেলানো হবে, কারণ তিনি বোলিং করতে পারেন। এদিকে বোলিং শক্তি বাড়ানোর জন্য অশ্বিনই সেরা অপশন।
এবং যা খবর, আবেশ খান এই ম্যাচে নাও খেলতে পারেন। সেক্ষেত্রে স্ট্যান্ডবাই থাকা দীপক চাহার এই ম্যাচে সুযোগ পেতে পারেন। কিংবা স্পিন বিভাগকে শক্তিশালী করতে রবি বিষ্ণোইকে খেলানো যেতে পারে। এছাড়া ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল এই দলে থাকবেনই।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ -
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ / দীনেশ কার্তিক, দীপক হুডা / রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার / রবি বিষ্ণোই, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।