ওয়েস্ট ইন্ডিজকে ক্লিনসুইপ করেও র্যাঙ্কিংয়ে এই জায়গায় রইল টিম ইন্ডিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই ঘরের মাঠে উড়িয়ে দিল ভারত, ৩-০ ব্যবধানে ক্লিন সুইপ করল টিম ইন্ডিয়া। প্রথম সারির একাধিক খেলোয়াড় ছাড়াই, শিখর ধাওয়ানের অধিনায়কত্বে ওয়ানডে সিরিজ জিতল ভারত।
বুধবার সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১১৯ রানে হারায় ভারত। কিন্তু এই ক্লিনসুইপ সত্ত্বেও ওয়ানডে র্যাঙ্কিংয়ে স্থান পরিবর্তিত হল না ভারতের। আইসিসি ওয়ানডে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানেই রয়ে গিয়েছে ভারত।
তবে যেটি সুবিধা হল, এর জেরে ভারতের রেটিং পয়েন্ট ১১০ এ পৌঁছেছে, এবং চতুর্থ স্থানে থাকা পাকিস্তান (১০৬) এর থেকে চার পয়েন্টে এগিয়ে গিয়েছে ভারত।
বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের বাইরে ক্লিনসুইপ হয়েছিল ভারত। কিন্তু তারপর ভারত তাদের শেষ নয় ওয়ানডে ম্যাচের মধ্যে আটটিতে জিতেছে।
আইসিসি ওয়ানডে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ১২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। এদিকে সদ্য ভারতের কাছে ওয়ানডে সিরিজে হার ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ড্র করেও দ্বিতীয় স্থানে ১১৯ পয়েন্ট নিয়ে রয়েছে ইংল্যান্ড।