সূর্যের তেজে ও বিরাটের দাপটে পরাস্ত হংকং, শেষ চারে ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার হংকংকে দাপটের সাথে হারাল ভারত। আর এরই সাথে এশিয়া কাপের সুপার ফোরের যোগ্যতা অর্জন করল টিম ইন্ডিয়া। মূলত সূর্যকুমার যাদব ও বিরাট কোহলির দুরন্ত ব্যাটিংয়ের জেরে পরাস্ত হল হংকং।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় হংকং। শুরুতে রোহিত শর্মা ঝড় তুললেও ২১ রানে আউট হন। এরপর কেএল রাহুল ধীরগতির ইনিংস খেলে ৩৬ রানে আউট হন।
কিন্তু তারপর শুরু হয় সূর্য-বিরাটের সুনামি। ৪৪ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। কিন্তু সেরা ব্যাটিং করেন সূর্য। মাত্র ২৬ বলে ছয়টি চার ও ছয়টি ছয়ের সাহায্যে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন সূর্য। মাত্র ৪২ বলে ৯৮ রানের জুটি গড়েন এই দুই তারকা। আর এর জেরে ভারত ২০ ওভারে ১৯২/২ এর পাহাড়প্রমাণ স্কোর খাঁড়া করে।
এই রানটি তাড়া করা খুবই কঠিন ছিল হংকংয়ের জন্য। তবে ব্যাট হাতে বেশ ভালো পারফর্ম করেন বাবর হায়াত (৪১), কিঞ্চিৎ শাহ (৩০), জিশান আলি (অপরাজিত ২৬)। আর এর জেরে হংকং ২০ ওভারে ১৪২ রান তুলে শেষ করে।
ভারতের হয়ে নজরকাড়া বোলিং করেন দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল (০-১৮) ও রবীন্দ্র জাদেজা (১-১৫)। দুর্দান্ত বোলিং করেন ভুবনেশ্বর কুমারও (১-১৫)। তবে দুই তরুণ পেসার আভেশ খান (১-৫৩) ও আরশদীপ সিং (১-৪৪) বেশ ব্যয়বহুল প্রমাণিত হয়েছেন। আর এই বিষয়টি চিন্তায় রাখবে অধিনায়ক রোহিত শর্মাকে।