বাংলাদেশকে দাপটে হারিয়ে বিশ্বকাপে আশা জিইয়ে রাখল ভারতের মেয়েরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টিম ইন্ডিয়ার কাছে অঙ্ক পরিষ্কার, জিতলেই আশা বজায় থাকবে। আর সেই মত বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের সেরা খেলাটা তুলে আনলেন মিতালি রাজরা। মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশকে দাপটে হারিয়ে আশা জিইয়ে রাখল ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ঝড় তোলেন স্মৃতি মান্ধানা (৩০) ও শেফালি ভর্মা (৪২)। এরপর তিন নম্বরে নেমে ধীরগতির অর্ধশতরান করেন ইয়াস্তিকা ভাটিয়া, ৮০ বলে ৫০ করে আউট হন। যদিও অধিনায়িকা মিতালি রাজ প্রথম বলেই আউট হন।
তবে শেষের দিকে উইকেটকিপার রিচা ঘোষ (২৬), পূজা বস্ত্রকার (অপরাজিত ৩০) ও স্নেহ রানা ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। আর এর জেরে ভারত ২২৯/৭ স্কোর খাঁড়া করে।
জবাবে ভারতীয় বোলারদের দাপটে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মেয়েরা। একা সালমা খাতুন (৩২) ও লতা মন্ডল (২৪) কিছুটা লড়ার চেষ্টা করেন। কিন্তু শেষ অবধি ১১৯ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশের ভাঙনে মুখ্য ভূমিকা নেন স্নেহ রানা, ৩০ রান দিয়ে চার উইকেট নেন। দুটি করে উইকেট নেন পূজা বস্ত্রকার ও ঝুলন গোস্বামী।
আর এই জয়ের জেরে তৃতীয় স্থানে উঠে এল ভারত। এরপর টিম ইন্ডিয়ার খেলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।