এখনও সুযোগ রয়েছে স্টেডিয়ামে বসে টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ দেখার, জানুন বিস্তারিত...

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন টি২০ বিশ্বকাপে আগামী ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আর এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে টিকিটের চাহিদা চরমে থাকবে, তাই স্বাভাবিক। গত ফেব্রুয়ারি মাসে অনলাইনে সাধারণ টিকিট ছাড়ার পাঁচ মিনিটের মধ্যে সোল্ড আউট হয়ে যায়।
এদিকে ভিআইপি টিকিটও কার্যত শেষের পথে। এই পরিস্থিতিতে তাহলে কি এই বছর সাধারণ মানুষ এমসিজিতে গিয়ে ভারত-পাকিস্তান মহারণ দেখতে পারার সুযোগ হাতছাড়া করল? না তা নয়, এখনও রয়েছে সুযোগ।
বৃহস্পতিবার আইসিসির তরফ থেকে ৪০০০টি বিশেষ টিকিট ছাড়া হয়েছে, যা স্ট্যান্ডিং রুম টিকিটস নামে পরিচিত। ৩০ অস্ট্রেলিয়ান ডলার (ভারতীয় মুদ্রায় ১৬৬৯ টাকা) মূল্যে এই টিকিট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ প্রক্রিয়ায় দেওয়া হবে।
কিন্তু এই টিকিটের গুরুত্ব কি? এই টিকিটের সাহায্যে আপনি স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন, ম্যাচ দেখতে পারবেন। কিন্তু আপনার জন্য স্টেডিয়ামে বসার জায়গা নির্ধারিত থাকবে না। কিন্তু স্টেডিয়ামে ঢুকে খেলা উপভোগ করতে পারবেন এবং বাকি সুবিধা নিতে পারবেন।
এই নিয়ে আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, "এই টিকিট ছাড়া হয়েছে যাতে যত বেশি সম্ভব দর্শক ২৩ অক্টোবর রবিবারের এই ম্যাচটি দেখতে আসুক।"