WTC ফাইনালের আগে কীভাবে নিজেদের প্রস্তুত করছেন বিরাট-রোহিত?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ৭ জুন থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভারতীয় ক্রিকেট ভক্তদের নজর এখন সম্পূর্ণ রূপে অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটার বিরাট কোহলির দিকে। ভারতের অনুশীলনে বিরাট এবং রোহিত দুজনকেই বেশ ছন্দে ব্যাটিং করতে দেখা যায়, যা অবশ্যই আত্মবিশ্বাস যোগাবে ভারতীয় ম্যানেজমেন্টকে। অন্যদিকে শনিবার লন্ডনে ভারতের হাই কমিশনে একটি অনুষ্ঠানে যাবে ভারতীয় দল।
ইতিমধ্যে লন্ডনের ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে বিশাল উন্মাদনার সৃষ্টি হয়েছে। অন্যদিকে ভারতের তারকা পেস বোলার মহম্মদ শামিকে শুক্রবার জোরকদমে বোলিং অনুশীলন করতে দেখা যায়। শামি ছাড়াও মহম্মদ সিরাজ, উমেশ যাদব, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাটো কঠোর পরিশ্রম করেন বোলিং অনুশীলনের সময়।
ভারতীয় ম্যানেজমেন্ট অশ্বিন এবং জাদেজা এই দুই স্পিনারের সাথে প্রথম একাদশ তৈরি করবে নাকি অতিরিক্ত একজন জোড়ে বোলারকে ব্যবহার করবে সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় গোটা ক্রিকেট মহল।
অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিটের চাহিদা তুঙ্গে। বিশেষত ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে টিকিটের চাহিদা বেশি বলেই জানা গেছে।