পরপর দুই ম্যাচ হেরেও এই উপায়ে এশিয়া কাপ ফাইনালে উঠতে পারে ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার এশিয়া কাপের সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হয় টিম ইন্ডিয়া। আর এর ফলে পরপর দুই ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে কার্যত বিদায়ের পথে রোহিত শর্মার ভারতীয় ব্রিগেড।
সুপার ফোর পর্বে প্রতিটি দলই তিনটি করে ম্যাচ খেলবে, এবং তার মধ্যে দুটি ম্যাচ ইতিমধ্যেই হেরে বসে আছে ভারত। বাকি কেবল আফগানিস্তান ম্যাচ। এমন পরিস্থিতিতেও, ফাইনালে ওঠার ক্ষীণ সম্ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ার জন্য। কিভাবে? চলুন জেনে নিই।
এই মুহুর্তে সুপার ফোরে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা, দুই ম্যাচে দুটি জয় পেয়ে। পাকিস্তান কেবল একটিই ম্যাচ খেলেছে এই পর্বে, আর সেই ম্যাচে জিতেছে ভারতের বিরুদ্ধে। এদিকে আফগানিস্তান প্রথম ম্যাচে হেরেছে শ্রীলঙ্কার কাছে।
এবার এই পরিস্থিতিতে বুধবার আফগানিস্তানের কাছে হারতে হবে পাকিস্তানকে। এবং আগামী বৃহস্পতিবার টিম ইন্ডিয়াকে অতি অবশ্যই আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে। তখন তিনটি দলেরই একটি করে জয় থাকবে।
এবার সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আর এই ম্যাচে পাকিস্তানকে শ্রীলঙ্কা যদি বড় ব্যবধানে হারাতে পারে, তাহলে হয়ত ভারত ফাইনালে উঠতে পারে। সেক্ষেত্রে নেট রান রেট একটি বড় বিষয় হতে পারে।
যদি এই ফলাফলগুলির একটিরও অন্যথা হয়, তাহলে সেই মুহুর্তেই ভারত এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। ফলে এবার ক্যালকুলেটর ও হিসাবের খাতা নিয়ে বসতে হবে ভারতীয় সমর্থকদের।