"হর্ষাল ভালো, তবে শামিকে বাছতাম" - বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে মত প্রাক্তন ভারত অধিনায়কের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার বিসিসিআই আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল নির্বাচন করে। এবং সেই দলে সুযোগ পেয়েছেন তারকা পেসার হর্ষাল প্যাটেল, যিনি সদ্য চোট সারিয়ে ফিরেছেন।
তবে এই দলে আশ্চর্যজনক যে বিষয়টি চোখে পড়েছে, তা হল আর এক তারকা পেসার মহম্মদ শামির স্ট্যান্ডবাইতে সুযোগ পাওয়া। আর এই নিয়ে নির্বাচকদের প্রতি প্রশ্ন তুলেছেন ক্রিকেট ভক্তরা।
এবার এই নিয়ে নিজের মতামত পেশ করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক কৃষ্ণমাচারী শ্রীকান্থ। তিনি মনে করেন, অস্ট্রেলিয়ায় শামির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারত। তবে হর্ষালের দলে থাকা নিয়েও সন্তুষ্ট প্রাক্তন এই ভারতীয় ওপেনার।
এই নিয়ে শ্রীকান্থ এক টক শোয়ে বলেছেন, "যদি আমি নির্বাচন কমিটির চেয়ারম্যান হতাম, তাহলে শামি অতি অবশ্যই দলে থাকতেন। আমরা অস্ট্রেলিয়ায় খেলব, আর এই ছেলেটির সত্যিকারের জোশ রয়েছে। এই ছেলেটার হাতে বাউন্স রয়েছে, উনি যে কোনও মুহুর্তে উইকেট তুলে নিতে পারেন। তাই আমি হর্ষাল প্যাটেলের জায়গায় শামিকে বাছতাম।"
তবে হর্ষালকেও ভালো বোলার হিসেবে তুলে ধরেছেন শ্রীকান্থ। তিনি বলেছেন, "হ্যাঁ, হর্ষাল প্যাটেল একজন ভালো বোলার, কোনও সন্দেহ নেই তাতে। তবে মহম্মদ শামিই সঠিক ব্যক্তি। হয়ত ওনারা বলতে পারেন যে উনি ভাবনাচিন্তার মধ্যে নেই, উনি কেবল টেস্ট ক্রিকেট বা ওয়ানডে ক্রিকেটের জন্য থাকবেন, তবে আমরা অস্ট্রেলিয়ায় খেলছি। ছেলেটা গত আইপিএলেও দারুণ পারফর্ম করেছে, তাই শামিকে আমার দলে অবশ্যই প্রয়োজন।"
গত আইপিএলে চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের হয়ে দুরন্ত পারফর্ম করেন শামি। ১৬ ম্যাচে ২০টি উইকেট নেন, এবং ইকোনমি কেবল ৮। গুজরাটের খেতাব জয়ে বড় ভূমিকা রেখেছিলেন শামি। ফলে শামির স্ট্যান্ডবাইতে থাকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।