ভারতের এই প্রাক্তন তারকা ক্রিকেটারের ছেলে এবার খেলবে ইংল্যান্ড দলের হয়ে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় দলের প্রাক্তন সিমার রুদ্র প্রতাপ সিং সিনিয়রের ছেলে হ্যারি সিংও এবার ক্রিকেটের বড় মঞ্চে পদার্পণ করবেন। তবে ভারতের হয়ে নয়, ইংল্যান্ডের হয়ে। ঘরের মাঠে শ্রীলঙ্কা অনুর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে আসন্ন সিরিজে ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দলে সুযোগ পেয়েছেন হ্যারি।
লখনউয়ের পেসার রুদ্র প্রতাপ সিনিয়র ভারতের হয়ে ১৯৮৬ সালে দুটি ওয়ানডে আন্তর্জাতিক খেলেছিলেন। এরপর ৯০ এর দশকের শেষের দিকে ইংল্যান্ডে চলে যান এবং সেখানে ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্লাব ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রশিক্ষণে জুড়ে যান। সেই ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় দলের হয়ে ওপেনিং করে ছেলে হ্যারি।
তবে একা হ্যারি নন, এর আগে অসংখ্য ভারতীয় তথা দক্ষিণ এশীয় জাত ক্রিকেটাররাই ইংল্যান্ডের যুব স্তরের হয়ে খেলেছেন। কিন্তু সিনিয়র পর্যায়ে উঠে আসার ক্ষেত্রে সংখ্যাটা খুব কম। আর সেই চ্যালেঞ্জটির মুখোমুখি হতে হবে ছেলে হ্যারিকে, তা বুঝতে পারছেন রুদ্র প্রতাপ।