ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে এই বিপজ্জনক বোলারকে ফিরিয়ে আনছে ইংল্যান্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর কয়েক দিন পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় দল। এবার লিডসে হতে চলা প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড।
বেন স্টোকসের নেতৃত্বাধীন এই ইংল্যান্ড দলে ফেরানো হয়েছে দুই অলরাউন্ডার ক্রিস ওকস ও জেমি ওভারটনকে। যদিও জিম্বাবুয়ের বিরুদ্ধে গত সপ্তাহে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন ওভারটন। ২০২২ সালে শেষবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন ওভারটন। অন্য দিকে ক্রিস ওকসও গত ডিসেম্বর মাসের পর আবারও ইংল্যান্ডের টেস্ট দলে জায়গা পেলেন।
এদিকে নতুন মুখ হিসেবে ডারহামের পেসার ব্রেন্ডন কার্স ও ওয়ারউইকশায়ারের জেকব ব্রেথেলকে নেওয়া হয়েছে। এই ম্যাচে খেলতে পারবেন না পেসার গাস অ্যাটকিনসন, যিনি ট্রেন্টব্রিজে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান।
বেন স্টোকস, শোয়েব বাসির, জো রুট, জেকস ব্রেথেল, হ্যারি ব্রুক, ব্রেন্ডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জেমি স্মিথ, জশ টাং, ক্রিস ওকস, স্যাম কুক।