লজ্জা! বড় কিটব্যাগ বয়ে অটো করে বাংলাদেশ সীমারেখা পার করতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ক্রিকেট হোক বা ফুটবল, যে কোনও ক্রীড়ার ক্ষেত্রে ভারতীয় দলের বিদেশে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া হয়। বিমানের টিকিট বুকিং তো বটেই, বিমানবন্দরে খেলোয়াড়দের কিটব্যাগ নেওয়ার জন্যও আলাদা ব্যবস্থা করা থাকে।
কিন্তু এক্ষেত্রে দুয়োরানী হয়ে থাকতে হল এই বিশেষ টিম ইন্ডিয়া ক্রিকেট দলকে। কারণ এই ভারতীয় দলের খেলোয়াড়রা বিশেষভাবে শারীরিক সক্ষম। বাংলাদেশে তাদের ম্যাচ রয়েছে। কিন্তু বিমান বা ট্রেনে নয়, অটো করে সীমানা পার করতে হচ্ছে এই ক্রিকেটারদের।
বনগাঁ লোকাল থেকে নেমে ভারী-বড় কিটব্যাগ নিয়ে ওভারব্রিজ পার হয়ে অটো ধরতে হয়েছে এই ক্রিকেটারদের। এই ক্রিকেটারদের কারোর কারোর পা খোড়া, কারোর হাত নেই, কেউ অন্যান্য শারীরিক সমস্যায় আক্রান্ত, আর এই অবস্থাতেই এই কঠিন যাত্রা করে যেতে হবে ওপার বাংলায়।
কিন্তু কেন এমন দুর্ব্যবস্থা! সেই ক্রিকেটাররা জানিয়েছে, শেষ পর্যায়ে কোভিড বিধির কারণে পরিকল্পনা মাফিক যাত্রা বাতিল হয়েছে। আর সেই কারণে এভাবে যেতে হচ্ছে বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের। কিন্তু প্রশাসনের উদ্যোগে কোনও বিশেষ গাড়ি বা বাসের ব্যবস্থা করা হয়নি এই আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য।