এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের এই প্রস্তাব মানতে রাজি নয় ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন এশিয়া কাপের আয়োজন নিয়ে জটিলতা চলছেই। আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তাব দিয়েছিল, ভারতের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহি ও শ্রীলঙ্কায় করার। কিন্তু যা খবর, বিসিসিআই পিসিবির এই প্রস্তাবে রাজি নয়।
আইপিএল ২০২৩ ফাইনালের সময়ে আহমেদাবাদে বিসিসিআই সচিব জয় শাহের সাথে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন, কিন্তু কোনও সুরাহা আসেনি। এদিকে ব্যক্তিগত কারণে এই বৈঠকে উপস্থিত হতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
জানা গিয়েছে, পিসিবির হাইব্রিড মডেলে বিসিসিআইয়ের আপত্তিতে পাশে দাঁড়াবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপের ম্যাচ খেলতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। এর কারণ হিসেবে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে প্রবল গরম থাকবে।
আরও পড়ুন - মালয়েশিয়া মাস্টার্স জিতলেন এইচএস প্রণয়
এদিকে এই জটিলতা কাটানোর দায়িত্ব দেওয়া হয়েছে ওমান ক্রিকেটের চেয়ারম্যান পঙ্কজ খিমজিকে, যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহ সভাপতি।
সুরক্ষাজনিত কারণে আগামী সেপ্টেম্বর মাসে হতে চলা এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি বিসিসিআই। যার ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাধ্য হয়েছিল বিসিসিআইকে সংযুক্ত আরব আমিরশাহিতে খেলার প্রস্তাব দিতে।