কামিন্স সত্ত্বেও কেন শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক বাছা হল? বড় জবাব KKR মেন্টর ডেভিড হাসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। আগামী শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২২ অভিযান শুরু করবে নাইটরা। তারকা ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ারের অধীনে নবসজ্জিত কেকেআর লড়তে মরিয়া।
কিন্তু প্যাট কামিন্সের মত এত বড় ব্যক্তিত্ব থাকতে কেন শ্রেয়াস আইয়ারকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে বাছা হল? যেখানে প্যাট কামিন্স অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক এবং সদ্য অ্যাশেজ জিতেছেন। এই নিয়ে বড় জবাব দিলেন কলকাতা নাইট রাইডার্স মেন্টর ডেভিড হাসি।
ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হাসি বলেন, "শ্রেয়াস একজন জাত নেতা, যেভাবে ও চলাচল করে, ও সম্মান আদায় করে। প্যাট (কামিন্স)-কে এত দিন ধরে চেনার পর, আমি জানি ও খুব ভালো একজন ডেপুটি হবে এবং সামনে থেকে নেতৃত্ব দেবে।"
এরপর হাসি যোগ করেন, "তবে যেভাবে শ্রেয়াস দিল্লির হয়ে আগে অধিনায়কত্ব করেছে, ওর খুব ভালো ক্রিকেটীয় মস্তিষ্ক রয়েছে এবং দারুণ দৃষ্টিভঙ্গি রয়েছে কিভাবে এই খেলাটি খেলতে হয়। আমার মনে হয় ও নিজেকে দারুণভাবে মেলে ধরবে। আমার মনে হয় ব্রেন্ডন ম্যাককালাম ও কেকেআর ম্যানেজমেন্টের তরফ থেকে এটি একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।"
এদিকে শ্রেয়াস আইয়ারকে কোচিং করানো নিয়ে হাসি বলেছেন, "সেরা কোচিং হল যখন আপনি ভালো খেলোয়াড়দের একা ছেড়ে দেবেন, সেরা হবে যদি তাদের কাজের জন্য ছেড়ে দেওয়া হয়। ও অবিশ্বাস্য ফর্মে রয়েছে এই মুহুর্তে। আমি ওকে জানি না, আমি ধীরে ধীরে ওকে চিনছি, তবে ও একজন সত্যিকারের নেতা হিসেবে আসছে এবং একজন মানুষ হিসেবে ও খেলাটিকে ভালোভাবে জানে।"