WTC ফাইনালের আগে এই তারকাকে দলে পেয়ে শক্তিশালী হল অস্ট্রেলিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের জন্য একটি বড় সুখবর এল। তারকা পেসার জশ হ্যাজলউডকে জাতীয় নির্বাচন প্যানেল ফিট বলে ঘোষণা করেছে। অজি এই ফাস্ট বোলার আসন্ন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য অস্ট্রেলিয়ান টেস্ট স্কোয়াডে যোগ দেবেন। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাদের চূড়ান্ত ১৫ জনের নাম জমা দিয়েছে।
দলে যারা মূল গ্রুপের অংশ ছিলেন, বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসাবে অধিনায়ক প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, মিচেল স্টার্কের সাথে যোগ দেবেন। ৩২ বছর বয়সী অলরাউন্ডার মিচেল মার্শ পরিবর্ত হিসেবে আসবেন ব্যাটার ম্যাথিউ রেনশয়ের জায়গায়।
আরও পড়ুন: প্রিমিয়ার এ-বি ডিভিশন মিশবে? গুরুত্বপূর্ণ বৈঠক আইএফএ-তে
ওপেনার ডেভিড ওয়ার্নারকেও ফিট ঘোষণা করা হয়েছে এবং ১৫ জনের দলে রাখা হয়েছে। অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড বর্তমানে ব্রিসবেনের গাব্বাতে একটি অনুশীলন শিবির করছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ৩ জুন লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। প্যাট কামিন্সদের প্রথম ট্রেনিং সেশন শুরু হবে হবে ওভালে আগামী ৪ জুন।
WTC ফাইনালের অস্ট্রেলিয়ার দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, যশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, যশ ইঙ্গলিস, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লিয়ন, টড মারফি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।