ঝাড়খন্ড ম্যাচের আগে উইকেট নিয়ে চিন্তিত বাংলা কোচ অরুণ লাল, প্রথম একাদশ একপ্রকার তৈরি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ৬ জুন, অর্থাৎ সোমবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঝাড়খন্ডের মুখোমুখি হবে বাংলা। আর তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলা দল। মনোজ তিওয়ারি, অভিমন্যু ঈশ্বরন থেকে অভিষেক পোড়েল, ইশান পোড়েলরা তৈরি এই মেগা লড়াইয়ের জন্য।
আর ব্যান্ডমাস্টার হিসেবে পুরো প্রস্তুতি সামলাচ্ছেন হেড কোচ অরুণ লাল। ঝাড়খন্ডের বিরুদ্ধে নামার আগে যথেষ্ট ইতিবাচক বাংলার হেডস্যার। যদিও উইকেটের চরিত্র নিয়ে কিছুটা চিন্তিত অরুণ লাল।
ম্যাচের আগে অরুণ লাল বলেছেন, "আমরা প্রচুর পরিশ্রম করছি, ভালোভাবে প্রস্তুতি নিয়েছি এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি লাল বল মোডে ফিরে আসার জন্য, উইকেটের সাথে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য। শুরুতে আমরা অপ্রস্তুত ছিলাম কারণ এখানে উইকেট কিছুটা আলাদা। এখানে বেশি বাউন্স রয়েছে, কিছুটা ঘাস রয়েছে, সিমে পড়ে বল বাঁক খায়। তবে তাতে আমাদের অসুবিধা নেই, শুধু আমাদের প্রস্তুত হওয়া উচিত ছিল কারণ এটি কলকাতার থেকে ভিন্ন।"
এদিকে প্রথম একাদশ নির্বাচন নিয়ে অরুণ লাল বলেন, "আমাদের কাল গিয়ে উইকেটটি দেখতে হবে এবং প্রথম একাদশ নির্ধারণ করতে হবে। আমরা আজ যাইনি কারণ সেটি খুব দূরে ছিল। তাই আমরা একপ্রকার ছুটি দিয়েছি এবং আজ অপশনাল প্র্যাকটিস ছিল কারণ আমরা প্রতিদিন খেলে চলেছি। আমরা নিঃসন্দেহে তিন পেসারে যাব, আমাদের শুধু বাছতে হবে যে কাল আমরা চতুর্থ পেসারে যাব নাকি স্পিনার নিয়ে নামব।"