WTC ফাইনালের আগে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার বড় ভরসা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বড় ধাক্কা পেল অস্ট্রেলিয়া। ছিটকে গেলেন তারকা পেসার জশ হ্যাজলউড।
আরও পড়ুন - নতুন জার্সিতে নিজেকে রাজা মনে হবে! জানালেন বিরাট
যা খবর, আইপিএল খেলতে গিয়ে যে পেশির চোট পেয়েছিলেন, সেই চোটের কারণে আগামী বুধবারে হতে চলা ফাইনালের আগে ফিট হতে পারবেন না হ্যাজলউড। তার পরিবর্তে মূল স্কোয়াডে যোগ দিলেন আর এক পেসার মাইকেল নেসের।
এদিকে হ্যাজলউড না থাকায় যা সম্ভাবনা, অস্ট্রেলিয়ার প্রথম একাদশে সুযোগ পাবেন পেসার স্কট বোল্যান্ড। তবে সদ্য কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্ল্যামোর্গানের হয়ে দুরন্ত বোলিং করেছিলেন পরিবর্ত হিসেবে আসা মাইকেল নেসের। ফলে তিনিও প্রথম একাদশে আসার প্রবল দাবিদার।
সদ্য আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সময়ে চোট পান হ্যাজলউড। যার জন্য টুর্নামেন্টের মাঝেই সিডনি উড়ে যান চিকিতসার জন্য। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে না খেললেও আসন্ন অ্যাসেজ সিরিজের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াডে রাখা হয়েছে হ্যাজলউডকে।