সুখবর ভারতের জন্য, চোট সারিয়ে এশিয়া কাপে ফিরছেন এই দুই তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে এশিয়া কাপ। আসন্ন টি২০ বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভারতীয় দলের জন্য। আর এশিয়া কাপের আগে বড় সুখবর এল ভারতীয় দলের জন্য।
যা সম্ভাবনা, চোট সারিয়ে ভারতীয় দলে ফিরতে চলেছেন কেএল রাহুল ও দীপক চাহার। আগামী ৮ আগস্ট এশিয়া কাপের দল নির্বাচন করবে চেতন শর্মার নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচক কমিটি, আর সেই দলে যোগ দিতে চলেছেন রাহুল ও চাহার।
আসন্ন জিম্বাবওয়ে সফরেই ফেরার কথা ছিল রাহুলের। কিন্তু সদ্য করোনায় আক্রান্ত হওয়ার জেরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি, এবং এর ফলে সদ্য হওয়া স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারের রিহ্যাবও করা যায়নি। এদিকে দীর্ঘ চোট সারিয়ে আসন্ন জিম্বাবওয়ে সফরে ওয়ানডে সিরিজে ফিরছেন পেসার দীপক চাহার।
এদিকে অফ ফর্মে থাকা বিরাট কোহলিকে এশিয়া কাপে নেওয়া হবে কিনা, এ নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তবে যা সম্ভাবনা, ওনার অভিজ্ঞতা ও ম্যাচ জেতানোর ক্ষমতাকে উপেক্ষা করতে পারবেন না নির্বাচকরা।