রাহুলের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করলেন আথিয়া। কী লিখলেন? জানতে পড়ুন...

নিজস্ব প্রতিনিধি : সত্যি কথা তো বেশিদিন চাপা থাকে না। সেটা সবার সামনে চলেই আসে। কে এল রাহুলের সঙ্গে অথিয়া শেট্টির প্রেমের কেমিস্ট্রি এবার তেমনভাবেই ফাঁস হয়ে গেল। ব্যাপারটা নিজেই সে কথা ফাঁস করলেন অভিনেত্রী। লকডাউনের দূরত্বও যে তাঁদের সম্পর্কে এতটুকু চিড় ধরাতে পারেনি, এবার সেটাই স্পষ্ট হল। তাই তো বয়ফ্রেন্ডের জন্মদিনে নেট দুনিয়ায় ঘোষণাই করে দিলেন, যে রাহুলই তাঁর প্রিয় পুরুষ। নিজেদের সুন্দর মুহূর্তের একটি ছবি পোস্ট করে টিম ইন্ডিয়ার এই ব্যাটসম্যানকে শুভেচ্ছা জানালেন আথিয়া।
বলিউড আর ক্রিকেটের মেলবন্ধন নতুন কিছু নয়। অনেক আগে থেকেই ক্রিকেটারদের সঙ্গে বলি অভিনেত্রীদের রসায়ন শিরোনামে থেকেছে। জুনিয়র পতৌদি-শর্মিল ঠাকুর থেকে শুরু করে বিরাট-অনুষ্কা পর্যন্ত। ক্রিকেট-বলিউডের এই প্রেমের কাহিনীর গল্প দীর্ঘ। এবার এই তালিকায় নতুন সংযোজন হলের রাহুল ও সুনীল শেট্টির কন্যা। এর আগে সোশ্যাল মিডিয়ায় আথিয়ার সঙ্গে তোলা ছবি পোস্ট করেছিলেন রাহুল। সেই পোস্টে প্রতিক্রিয়াও দিয়েছিলেন আথিয়া। কিন্তু তাঁদের মধ্যে যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে, তা প্রকাশ্যে স্বীকার করেননি কখনও। তবে শনিবার নিজের বয়ফ্রেন্ডের জন্মদিনে খুল্লামখুল্লা ঘোষণা করলেন বলিউড অভিনেত্রী।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লেখেন, "আমার প্রিয় মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা।" সঙ্গে একটি হার্ট শেপের ইমোজিও জুড়ে দেন। ছবিতে দেখা যাচ্ছে, রাহুলের কাঁধে হাত রেখে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। এই পোস্টের পর আর কোনও সন্দেহ নেই যে প্রেম পর্ব বেশ ভালই জমে উঠেছে।