এই ভারতীয় ক্রিকেটারকে পারফেক্ট অধিনায়কের তকমা দিলেন সৌরভ গাঙ্গুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়কদের কথা যদি বলা যায়, তাহলে তাতে অবশ্যই নাম আসবে সৌরভ গাঙ্গুলির। পাঁচ বছরের সময়কালে ভারতীয় ক্রিকেট দলকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সৌরভ, যার সুফল মিলছে আজও।
কিন্তু সেই সৌরভের চোখে কে পারফেক্ট ক্যাপ্টেন? প্রশ্নটি থেকেই যায়। এবার সেই প্রশ্নের জবাব দিলেন বিসিসিআই সভাপতি। কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনিই হলেন পারফেক্ট অধিনায়ক।
এই নিয়ে সৌরভ বলেছেন, "নেতৃত্ব দিতে গেলে সিদ্ধান্ত নেওয়ার গুণ থাকতে হবে। যেমনটা মহেন্দ্র সিং ধোনি করেছিলেন ২০১১ বিশ্বকাপে, উনি চার নম্বরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন, আর শেষ বলে ছয় মেরে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন। উনি যুবরাজ সিংয়ের আগে ব্যাট করতে নেমেছিলেন, আর একটি অসাধারণ ইনিংস খেলে বিশ্বকাপ ফাইনাল জিতিয়েছিলেন। উনি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক। এমএস ধোনি হলেন পারফেক্ট ক্যাপ্টেন। বিরাট কোহলিরও অধিনায়ক হিসেবে দুর্দান্ত রেকর্ড রয়েছে। এখন রোহিত শর্মা ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন, যিনি খুব ভালো কাজ করছেন।"
এছাড়া সৌরভ উল্লেখ করেছেন কিভাবে টি২০ ক্রিকেট ও আইপিএল অধিনায়কত্বের ধারণাকে পাল্টেছে। এই নিয়ে সৌরভ বলেছেন, "আমার সময়ে, ক্রিকেট আলাদা ছিল। বিশ্ব ক্রিকেটের পটভূমিই এখন বদলেছে। নেতৃত্ব সর্বদাই সময় ও পরিস্থিতির উপর নির্ভর করে। আইপিএল এবং টি২০ ক্রিকেট এসেছে এবং গোটা ক্রিকেটের বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলেছে।"