সৌরভকে 'দাদাগিরি কী' জিজ্ঞাসা করলেন ব্রায়ান লারা! যুবরাজ সিং-এর মজার উত্তর ভাইরাল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় যিনি "দাদা" নামেই সকলের কাছে বেশি জনপ্রিয়। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সৌরভ গাঙ্গুলির একটি বড় পরিচয় হলো টেলিভিশন পর্দার জনপ্রিয় মুখও তিনি। বিশেষ করে বাংলার দর্শকদের কাছে তিনি "দাদাগিরি" শো-এর জন্য অত্যন্ত প্রিয়। বাংলার জনপ্রিয় কুইজ শো ‘দাদাগিরি আনলিমিটেড’-এর বহু বছরের হোস্ট সৌরভ। ২০১৯ সালে ‘দাদাগিরি’র সিজন শুরুর প্রথম পর্বের আগে সেটে একটি ছবি পোস্ট করে সৌরভ তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, "দাদাগিরি সিজন ৮-এর আমার প্রথম পর্বের শুরু।"
এই পোস্টেই ঘটে এক মজার ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা মন্তব্য করেছিলেন সেই পোস্টে, "দাদাগিরি কী?" সৌরভ স্বাভাবিকভাবেই উত্তর দেন, "চ্যাম্প এটি একটি কুইজ শো যার হোস্ট আমি নিজে। গত ৭ বছর ধরে আমি এটি করে আসি। কেমন আছো তুমি? কোথায় আছো এখন।" তবে আসল চমক তখনই, যখন যুবরাজ সিং সৌরভের মন্তব্যের পাল্টা মন্তব্য করে লেখেন, "দাদাগিরি হলো যখন বস সবসময় ঠিক থাকেন!"
এই মজার মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গাঙ্গুলি-লারা-যুবরাজ ত্রয়ীর এই বন্ধুত্বপূর্ণ খুনসুটিতে মেতে ওঠে ভক্তরা। ভক্তরা বলেন, “এই ধরনের মুহূর্তগুলোই প্রমাণ করে, তারা শুধুই মাঠেই নয়, বাস্তব জীবনেও ঠিক ততটাই প্রিয়।" তবে ঘটনাটি বেশ কিছু বছর আগের। ২০১৯ সালে ভাইরাল হয় পুরো বিষয়টি যা পুনরায় আবার সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং।