বেন ডাকেটকে সেন্ট অফ করার জন্য কাটা হল সিরাজের ম্যাচ ফি, আইসিসির শাস্তি ঘিরে বিতর্ক

Photo_X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ লর্ডস টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেটকে সেন্ট অফ করার ঘটনায় ভারতের পেসার মহম্মদ সিরাজের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ডানহাতি পেসারের আক্রমণাত্মক উদযাপন, যার মধ্যে ডাকেটের সঙ্গে কাঁধে কাঁধে ধাক্কা ও রাগান্বিত দৃষ্টিতে তাকানো ছিল, আইসিসির আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়েছে।
ঘটনাটি ঘটে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে, যখন সিরাজ ডাকেটকে ১২ রানে আউট করে ভারতের প্রথম সাফল্য এনে দেন। এর মাত্র দুই বল আগে সিরাজকে বাউন্ডারি মেরেছিলেন ডাকেট, তবে পরে সিরাজ তাকে জোরে বল করিয়ে জসপ্রীত বুমরার হাতে ক্যাচ নিতে বাধ্য করেন।
এই ঘটনার জন্য সিরাজের নামে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। এটি গত ২৪ মাসে তার দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হলে সেই খেলোয়াড়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, এবং তাকে আন্তর্জাতিক ম্যাচ থেকে সাসপেন্ড করা হয়।
আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, সিরাজ "আইসিসি'র প্লেয়ার ও প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আচরণবিধির ২.৫ ধারার লঙ্ঘন করেছেন, যা এমন ভাষা, অঙ্গভঙ্গি বা উদযাপনকে নিষিদ্ধ করে যা ব্যাটারকে অপমান করতে পারে বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া উসকে দিতে পারে।"
বিবৃতিতে আরও বলা হয়েছে, "আউট করার পর সিরাজ ব্যাটারের একেবারে কাছাকাছি গিয়ে উদযাপন করেন এবং তার ফলো-থ্রু চলাকালীন ডাকেটের সঙ্গে শারীরিক সংস্পর্শে আসেন, যখন ডাকেট লর্ডসের লংরুমের দিকে হাঁটা শুরু করেন।"
ঘটনার পর সাবেক ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড সোশ্যাল মিডিয়া ‘X’-এ লেখেন, “একেবারেই হাস্যকর। সিরাজকে ১৫% জরিমানা করা হয়েছে উদযাপনের জন্য। কিন্তু শুভমন গিল সরাসরি টিভিতে গালি দিচ্ছে, সে নিয়ে কিছুই হচ্ছে না? হয় সবাইকে শাস্তি দিন, নয়তো কাউকেই নয়। খেলোয়াড়রা রোবট নয়, কিন্তু শাস্তির নিয়মে ধারাবাহিকতা থাকা জরুরি।”