পুলিশের টিফিনের খরচ ২ কোটি, ৬০ লাখের গাড়ির তেল, ফের প্রকাশ্যে পাকিস্তান ক্রিকেটের দুর্নীতি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একেই আর্থিক দিক থেকে নাজেহাল অবস্থায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, তার উপর এবার সামনে এল আর্থিক দুর্নীতির প্রমাণ। পাকিস্তানের অডিটর জেনারেলের রিপোর্টে এমনই দুর্নীতি সামনে এসেছে, যা কোটি কোটি টাকার সামিল। সেই রিপোর্টে এমন কিছু খরচের বিষয় দেখা গিয়েছে, যা দুর্নীতির প্রমাণ দিচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, গত আর্থিক বছরে আন্তর্জাতিক ম্যাচে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশদের খাওয়ার জন্য প্রায় ২ কোটি টাকা খরচ করা হয়েছে। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিকদের পিছনে প্রায় ১২ লক্ষ টাকা খরচ করা হয়েছে। কেবল মিডিয়া সেন্টার ডিরেক্টরের পিছনে মাসে ৩ লক্ষ টাকা করে খরচ হচ্ছে। করাচিতে হাই পারফর্মেন্স সেন্টারে অনুর্ধ্ব-১৬ স্তরে তিন কোচকে বেতন বাবদ ১৬ লক্ষ টাকা খরচ করা হয়েছে বলে জানা গিয়েছে।
শুধু এসবই নয়, সামনে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির নানান কার্যকলাপও, যিনি আবার বর্তমান সরকারের মন্ত্রীও। গত বছরে বিদেশ সফরে প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করেছেন। নিজের দামী বুলেটপ্রুফ গাড়ির তেলের জন্য প্রায় ৬০ লক্ষ টাকা ও নিজের মালপত্রের জন্য প্রায় ৬৮ লক্ষ টাকা খরচ হয়েছে।
তবে এত খরচের মধ্যে যে তারা লোকসানের মুখ দেখেছে, সেটি খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রকাশ্যে এনেছে। তাদের দাবি, দেশের মাটিতে ম্যাচের সম্প্রচার স্বত্ত্বের পিছনে পিসিবির লোকসান হয়েছে প্রায় ৬ কোটি টাকা। তবে সেই লোকসান নিয়েও প্রশ্ন তুলেছেন অডিটর জেনারেল।