বিশ্বকাপ ফাইনাল হারতেই চেলসির ফুটবলারকে চড় মারলেন পিএসজি কোচ এনরিকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইনকে ৩-০ গোলে হারায় চেলসি। আর সেই হারের পর পিএসজি কোচ লুইস এনরিকের এক অন্য রূপ ধরা পড়ল। গত ১ জুন মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, ক্লাব বিশ্বকাপ হারার পর যেন ভিলেন হয়ে গেলেন এনরিকে।
খেলার শেষে চেলসি ও পিএসজি ফুটবলার ও সাপোর্ট স্টাফদের মধ্যে হাতাহাতি লেগে যায়। এমন সময়ে চেলসির অন্যতম গোলদাতা জোয়াও পেদ্রোকে চড় মেরে বসেন এনরিকে, যা নিয়ে চরম সমালোচনা শুরু হয়েছে ফুটবল বিশ্বে। খেলার শেষ দিকে চেলসির মার্ক কুকুরেয়ার চুল টেনে ধরে ফেলে দেওয়ায় লাল কার্ড দেখেন পিএসজির জোয়াও নেভেস। সেখান থেকে উত্তেজনার শুরু হয়। ম্যাচ শেষে পেদ্রো যখন পিএসজির ডাগআউটের সময়ে উল্লাস করেন, তখনই ঘটে এই ঘটনা।
The match is over… but the tempers aren’t ????
— DAZN Football (@DAZNFootball) July 13, 2025
Tensions were boiling after full-time.
GLOBAL HOME OF FOOTBALL | Live All Summer Long | https://t.co/i0K4eUtwwb | #FIFACWC #TakeItToTheWorld #CHEPSG pic.twitter.com/17yxSzsDF6
এই ম্যাচে ফেভারিট ছিল পিএসজিই, কোয়ার্টার ফাইনালেম মেসির ইন্টার মায়ামি ও সেমিতে রিয়াল মাদ্রিদকে হারানোর পর ফাইনালে এই হার হয়ত হজম করতে পারেননি এনরিকে। ম্যাচের কথা বললে, প্রথমার্ধে ২২ মিনিটে চেলসিকে এগিয়ে দেন কোল পামার। এর আট মিনিট পর আবারও গোল করেন তিনি। এরপর প্রথমার্ধেই চেলসির হয়ে তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফুটবলার পেদ্রো। যদিও বলের পজেশন থেকে শুরু করে শট, পাস - সব কিছুতে এগিয়ে ছিল পিএসজি। কিন্তু ম্যাচ জেতে চেলসি।