শুভমন গিলের নেতৃত্বে ভারত গড়ল টেস্ট ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন রেকর্ড, সিরিজের অর্ধেক পথেই চমক

Photo- BCCI
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখনও অর্ধেক পথ পেরয়নি। তার মধ্যেই ভারতীয় দল টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক বিশাল রেকর্ড ভেঙে দিল। বিদেশের মাটিতে কোনও টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এতদিন যৌথভাবে ছিল ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের দখলে। কিন্তু সিরিজের তৃতীয় টেস্ট শেষের আগেই সেই রেকর্ড পেরিয়ে গেছে শুভমন গিলের ভারত।
ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সর্বোচ্চ ৩২ ছক্কার রেকর্ডকে ভেঙে ভারত ইতিমধ্যেই ৩৬টি ছক্কা হাঁকিয়ে ফেলেছে সিরিজে। সিরিজে এখনও ২টি টেস্ট বাকি। ফলে ভারতের ছক্কার সংখ্যা ৫০ পেরিয়ে যাবে, এমন সম্ভাবনা প্রবল।
এই রেকর্ড গড়ার পেছনে বড় ভূমিকা নিয়েছেন ঋষভ পন্ত , রবীন্দ্র জাডেজা, নীতিশ রেড্ডি, এবং আকাশ দীপ। তাদের মিলিত প্রচেষ্টায় এই মুহূর্তে ভারতের ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৩৬।
তৃতীয় টেস্টের প্রসঙ্গে এলে, লর্ডসের ঐতিহাসিক ময়দানে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির তৃতীয় টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড দল চাপে। ৪ উইকেট হারিয়ে ৯৮ রান ইংল্যান্ডের। ভারত তাদের প্রথম ইনিংসে ৩৮৭ রান তোলে, যা ইংল্যান্ডেরও প্রথম ইনিংসের রান।
ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন কেএল রাহুল, যিনি ১০০ রান করেন। ঋষভ পন্ত (৭৪) এবং রবীন্দ্র জাডেজা (৭২) প্রয়োজনীয় অবদান রাখেন। তবে শেষ চার উইকেট মাত্র ১১ রানের মধ্যে পড়ে যাওয়ায় ভারত থেমে যায় ৩৮৭ রানে।
তৃতীয় দিনের শেষ দশ মিনিট ছিল উত্তেজনায় ঠাসা। জসপ্রিত বুমরাহ বল করছিলেন, সেই সময় ক্রলি বারবার স্টান্স থেকে বেরিয়ে যাচ্ছিলেন। চারবার ব্যাটিং পজিশন ছেড়ে বেরিয়ে আসেন ক্রলি, যা নিয়ে বুমরাহর সঙ্গে কিছুটা বাকবিতণ্ডা হয়।
এই মুহূর্তে ম্যাচের ভাগ্য নির্ভর করছে দ্বিতীয় ইনিংসে কে কতটা ভালো ব্যাটিং এবং বোলিং করে সেটার ওপর।
এই সিরিজে ভারতীয় দল শুধু ব্যাটিং পারফরম্যান্সেই নয়, আগ্রাসী মেজাজের ক্রিকেট খেলে ইংল্যান্ডকে চাপে রেখেছে। ছক্কার এই রেকর্ড আরও একবার প্রমাণ করে দিল যে, বিদেশের মাটিতে ভারতীয় দল কতটা উন্নত ও আধুনিক ক্রিকেট খেলছে।