৯ বছরে ভারতের ফুটবল র্যাঙ্কিংয়ে সবচেয়ে খারাপ অবস্থা, ফিফা তালিকায় ১৩৩ নম্বরে নেমে গেল ব্লু টাইগারস

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতীয় পুরুষ ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে গত ৯ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে পৌঁছেছে। সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ৬ ধাপ নেমে এসেছে ১৩৩ নম্বরে। শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এরপর যথাক্রমে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি এবং ক্রোয়েশিয়া।
ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ হতাশাজনক। জুন মাসে পরপর দুইটি ম্যাচে পরাজিত হয়েছে তারা—প্রথমে একটি প্রীতি ম্যাচে থাইল্যান্ডের কাছে ০-২ গোলে এবং পরে এশিয়ান কাপ কোয়ালিফায়ার রাউন্ডে হংকংয়ের কাছে ০-১ ব্যবধানে হেরেছে। এই ব্যর্থতার জেরেই দল ছাড়লেন প্রধান কোচ মানোলো মার্কেজ।
এআইএফএফ-এর কার্যনির্বাহী সম্পাদক এম সত্যানারায়ণ ইন্ডিয়ান এক্সপ্রেসকে সম্প্রতি জানিয়েছেন, কোচ ও ফেডারেশনের মধ্যে আগেই আলোচনা হয়েছিল এবং দু’পক্ষের সম্মতিতে বিদায় নেওয়া হয়েছে। “আমরা সম্মত হয়েছি যে আলাদা হওয়াই এখন সেরা সিদ্ধান্ত। আজ এই বিষয়ে আমরা কমিটির সামনে বিষয়টি পেশ করেছি,” বলেন সত্যানারায়ণ।
মার্কেজের অধীনে ভারতের পারফরম্যান্স ছিল অত্যন্ত দুর্বল। শেষ ৮ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে দল, তাও মালদ্বীপের বিরুদ্ধে মার্চ মাসে। ২০২৫ সালে ভারত এখনও পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে—হার ২, জয় ১, ড্র ১। এমনকি দলের হতশ্রী পারফরম্যান্সে ২০২৪ সালে অবসর নেওয়া কিংবদন্তি স্ট্রাইকার সুনীল ছেত্রীকেও আবার ফিরিয়ে আনতে হয়েছিল, কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি।
ভারতের এর আগে সবচেয়ে খারাপ র্যাঙ্কিং ছিল ডিসেম্বর ২০১৬ সালে, তখন তারা ছিল ১৩৫ নম্বরে। আর সেরা র্যাঙ্কিং ছিল ফেব্রুয়ারি ১৯৯৬ সালে, যখন দল উঠে গিয়েছিল ৯৪ নম্বরে। বর্তমানে ভারতের রেটিং পয়েন্ট ১১১৩.২২, যা আগের ১১৩২.০৩ থেকে কম। এশিয়ার ৪৬টি দেশের মধ্যে ভারতের অবস্থান ২৪ নম্বরে, যেখানে শীর্ষে রয়েছে জাপান (১৭ নম্বর)।
ভারতের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ অক্টোবরে, যেখানে তারা সিঙ্গাপুরের বিরুদ্ধে তৃতীয় রাউন্ডের এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলবে।