৪১ বছর বয়সে প্রয়াত আইসিসি আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি, পেশোয়ারে গিয়ে অস্ত্রোপচারের পর মৃত্যু

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি সোমবার রাতে ৪১ বছর বয়সে প্রয়াত হন। আফগানিস্তানের এই প্রখ্যাত আম্পায়ার ৩৪টি ওয়ানডে, ২৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি , ৩১টি ফার্স্ট-ক্লাস, ৫১টি লিস্ট-এ ও ৯৬টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। ২০১৭ সালের ডিসেম্বরে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে শারজাহতে অনুষ্ঠিত একটি ওডিআই ম্যাচ দিয়ে তাঁর আন্তর্জাতিক আম্পায়ারিংয়ের যাত্রা শুরু হয়।
বিসমিল্লাহর শেষকৃত্য মঙ্গলবার আফগানিস্তানের নানগারহার প্রদেশের আচিন জেলায় সম্পন্ন হয়। তিনি পাঁচ ছেলে ও সাত মেয়েকে রেখে গেলেন, জানিয়েছে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ।
তাঁর ভাই সেয়দা জান সংবাদমাধ্যমে বলেন, “তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পেশোয়ারে যান পেটের চর্বি অপসারণের অস্ত্রোপচার করানোর জন্য। কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। অস্ত্রোপচার সম্পন্ন হয়, কিন্তু দুঃখজনকভাবে অপারেশনের পরে বিকেল ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। আমরা রাতেই তোরখাম সীমান্ত পেরিয়ে তাঁর দেহ ফিরিয়ে আনি এবং আচিনে পারিবারিক কবরস্থানে দাফন করি।”
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিসমিল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “ক্রিকেটের প্রতি তাঁর অবদান অসাধারণ। তাঁকে ক্রিকেট জগত গভীরভাবে মিস করবে। আমরা তাঁর অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক শোকবার্তায় জানিয়েছে, “আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিসমিল্লাহ জান শিনওয়ারির পরিবার, বন্ধু এবং সমগ্র আফগান ক্রিকেট মহলের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। আমরা প্রার্থনা করি, আল্লাহ্ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর পরিবারের মানুষদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দিন। বিসমিল্লাহ জান শিনওয়ারি (১৯৮৪–২০২৫)-এর মৃত্যুতে এসিবির নেতৃত্ব, কর্মীবৃন্দ এবং গোটা আফগান ক্রিকেট পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন আফগানিস্তানের অভিজাত আম্পায়ারিং প্যানেলের সম্মানীয় সদস্য।”