বিরাট কোহলির লন্ডনের ঠিকানা ফাঁস? প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটারের ইঙ্গিত ঘিরে জল্পনা

Photo- X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ প্রাক্তন ইংল্যান্ড ব্যাটার জোনাথন ট্রট এক বিস্ময়কর ইঙ্গিত দিয়েছেন, যার ফলে ধারণা করা হচ্ছে ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি বর্তমানে লন্ডনের সেন্ট জন’স উড এলাকায় বসবাস করছেন। বিরাট সম্প্রতি পরিবার নিয়ে লন্ডনে স্থানান্তরিত হয়েছেন বলে বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে। গত কয়েক সপ্তাহে তাকে লন্ডনের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। যদিও তার নির্দিষ্ট ঠিকানা এতদিন জানা যায়নি।
এর আগে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছিল যে বিরাট নটিং হিলে থাকছেন। কিন্তু স্টার স্পোর্টসের একটি আলোচনায় জোনাথন ট্রট বিরাট কোহলিকে নিয়ে কথা বলার সময় বলেন, "ও তো সেন্ট জন’স উড বা কাছাকাছি কোথাও থাকে না? ওকে কি আবার ফিরিয়ে আনা যায় না?"
উল্লেখযোগ্যভাবে, সেন্ট জন’স উড উত্তর-পশ্চিম লন্ডনের এক অভিজাত ও সুন্দর আবাসিক এলাকা, যেখানে অনেক সেলিব্রিটি ও উচ্চবিত্ত মানুষ থাকেন।
এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ফর্মে থাকা শুভমন গিলকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় "স্টার বয়" গিলের প্রশংসা করে বিরাট লেখেন, "ভালো খেলেছো স্টার বয়। ইতিহাস নতুন করে লিখলে তুমি। এখান থেকে আরও এগিয়ে যাও। তুমি এটা সবকিছুই প্রাপ্য।"
শুভমান গিল টেস্ট সিরিজে টানা দ্বিতীয় শতরান করার পাশাপাশি, মাত্র চার ইনিংসে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। তিনি ১৬১ রান করেন ১৬২ বলে, তার আগে প্রথম ইনিংসে করেছিলেন ২৬৯ রান। ভারতের ইতিহাসে তিনিই দ্বিতীয় ব্যাটার যিনি একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও শতরান করেছেন — প্রথমজন ছিলেন সুনীল গাভাসকর।
প্রসঙ্গত, বিরাট কোহলি ইংল্যান্ড সফরের ঠিক এক মাস আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং এখন পরিবার নিয়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন।