ইস্টবেঙ্গলের সঙ্গে ২০২৮ পর্যন্ত চুক্তি নবীকরণ পিভি বিষ্ণুর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ তরুণ ভারতীয় ফরোয়ার্ড বিষ্ণু পিভি আরও দুই বছরের জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি নবীকরণ করেছেন। এই চুক্তির ফলে তিনি ২০২৭-২৮ মরশুমের শেষ পর্যন্ত লাল-হলুদ জার্সিতে খেলবেন।২০২৪-২৫ মরশুমে আইএসএলে ইস্টবেঙ্গলের হয়ে ৪টি গোল করে দলের যৌথ সর্বোচ্চ গোলদাতা হন বিষ্ণু।
তাঁর পারফরম্যান্সের প্রশংসা করে ক্লাবের হেড অফ ফুটবল থাংবয় সিংটো বলেন, “ইস্টবেঙ্গলের হয়ে তাঁর ধারাবাহিকতা, পরিশ্রম, উন্নতির ইচ্ছা এবং পেশাদারিত্ব আমাদের তরুণদের জন্য আদর্শ। আমরা বিশ্বাস করি, বিষ্ণুর আসল সম্ভাবনার পথ এখনই শুরু হয়েছে।”
কেরলের বিষ্ণু ২০২৩ সালের মাঝামাঝি সময় তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দেন। এখনও পর্যন্ত তিনি ৫৫টি শীর্ষ স্তরের ম্যাচে খেলেছেন। পাশাপাশি কলকাতা লিগেও দুর্দান্ত ছন্দে থেকেছেন, যেখানে গত দুই মরশুমে করেছেন ১১টি গোল।
আইএসএল ২০২৪-২৫ মরশুমে তিনি ২২টি ম্যাচে মাঠে নেমে করেন ৪টি গোল, ৩টি অ্যাসিস্ট, ৩৮টি সফল ড্রিবল এবং ১১৫টি সফল ডুয়েল—মোট ১,৪৫৯ মিনিট মাঠে ছিলেন। তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের ফলস্বরূপ ডিসেম্বর ২০২৪-এ তিনি ‘আইএসএল এমার্জিং প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কার অর্জন করেন।
রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ ২০২৪-এ তাঁর দুর্দান্ত খেলায় ইস্টবেঙ্গল পৌঁছে যায় ফাইনালে এবং যোগ্যতা অর্জন করে ইংল্যান্ডে অনুষ্ঠিত ‘নেক্সট জেন কাপ’-এর জন্য। এছাড়া ২০২৩-২৪ মরশুমে ওড়িশা এফসির বিরুদ্ধে মাত্র ৩৩ সেকেন্ডে গোল করে তিনি আইএসএলে ইস্টবেঙ্গলের দ্রুততম গোলদাতার রেকর্ড গড়েন।
কোচ অস্কার ব্রুজোন বলেন,“বিষ্ণু এখন দলের গুরুত্বপূর্ণ সম্পদ। ওর সাহসী ড্রিবলিং, অসীম সম্ভাবনা এবং ম্যাচ-বিজয়ী ভূমিকা আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এই গতিতে উন্নতি করলে সে দেশের সেরা উইঙ্গারদের একজন হয়ে উঠবে।”
নিজের অনুভূতি জানিয়ে বিষ্ণু বলেন, “ইস্টবেঙ্গল আমার উন্নতিতে বড় ভূমিকা নিয়েছে। ক্লাব, কোচ এবং সমর্থকরা সবসময় আমাকে বিশ্বাস করেছে। আমি কৃতজ্ঞ এবং প্রতিজ্ঞাবদ্ধ—ইস্টবেঙ্গলের জার্সিতে যতটা সম্ভব সাফল্য এনে দিতে চাই।”