জয়ের পথে ফিরতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল, বড় বার্তা বিনো জর্জের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন ২০২৫-এ নিজেদের অভিযান পুনরায় ছন্দে ফিরিয়ে আনার লক্ষ্যে মঙ্গলবার ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে বেহালা এসএস স্পোর্টিং-এর মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল এফসি। ম্যাচটি শুরু হবে দুপুর ৩টেয়।
প্রথম দুই ম্যাচে মিশ্র ফলাফলের পর এবারে একটি জয়ের খোঁজে নামবে লাল-হলুদের দল। ২৭ জুন নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে মরসুমের প্রথম ম্যাচে মেসারার্স ক্লাবকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল।
তবে ঠিক সেই মাঠেই দ্বিতীয় ম্যাচে দশ জনের সুরুচি সংঘের বিরুদ্ধে ১-১ গোলে আটকে যায় তারা। ভানলালপেকা গুইতের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে করা গোলে লিড নেওয়ার পরও একাধিক সুযোগ তৈরি করেও ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল। বর্তমানে তারা গ্রুপ ‘এ’-তে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
অন্যদিকে, বেহালা এসএস স্পোর্টিং দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের সপ্তম স্থানে রয়েছে। প্রথম ম্যাচে কলকাতা এমএস-কে ১-০ ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জর্জ টেলিগ্রাফের কাছে ২-৩ গোলে হেরে যায় তারা।
২০২৩ সালের জুলাই মাসে শেষবার যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল, তখন ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
মঙ্গলবারের ম্যাচ নিয়ে ইস্ট বেঙ্গলের ‘বি’ দলের কোচ বিনো জর্জ বলেন, “সুরুচি সংঘের বিরুদ্ধে প্রথমার্ধে লিড নেওয়ার পর আমাদের সেই ম্যাচে গোল খাওয়া উচিত হয়নি। আমরা আমাদের ভুলগুলো বিশ্লেষণ করেছি এবং সেগুলি শুধরে নেওয়ার চেষ্টা করব কালকের ম্যাচে।”