‘এপ্রিলেই ইস্তফা দিয়েছিলাম, কিন্তু…’: ভারতের প্রাক্তন কোচ মানোলো মার্কেজের বড় স্বীকারোক্তি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতীয় পুরুষ ফুটবল দলের প্রাক্তন প্রধান কোচ মানোলো মার্কেজ অবশেষে মুখ খুললেন নিজের বিদায় নিয়ে। স্প্যানিশ এই কোচ জানিয়েছেন, তিনি এপ্রিলেই জাতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন, কিন্তু এআইএফএফ তাঁকে অনুরোধ করেছিল আরও কয়েক মাস থাকার জন্য।
ইগর স্টিমাচের বিতর্কিত বিদায়ের পর ২০২৪ সালে জাতীয় দলের দায়িত্বে আসেন মার্কেজ। তাঁর অধীনে ভারত আটটি ম্যাচ খেলেছে, যার মধ্যে জয় এসেছে মাত্র একটি—মালদ্বীপের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে ৩-০ ব্যবধানে। শেষপর্যন্ত মাত্র ১৩ শতাংশ জয় হার নিয়ে কোচের পদ ছাড়েন তিনি।
স্পেনের সংবাদমাধ্যম Marca-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কেজ বলেন, “আমি এপ্রিলেই ইস্তফা দিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে জুন উইন্ডো পর্যন্ত থাকতে বলে। এক মাস ধরে ওরা আমাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অবশেষে আমার সিদ্ধান্ত মেনে নিয়েছে।”
তবে তিনি আরও জানান, খারাপ ফলাফলের জন্য নয়, বরং সমান নিয়মে না খেলার পরিস্থিতিতে তিনি নিজেকে সেই জায়গায় মানিয়ে নিতে পারেননি। “ভারতীয় দলকে কোচিং করানো ছিল আমার জীবনের স্বপ্ন। কিন্তু যখন দেখলাম সব দল এক নিয়মে খেলে না, তখন মনে হলো এই জায়গাটা আমার জন্য নয়। আমি স্বীকার করছি কিছু জায়গায় ভুল করেছি, কিন্তু যদি ফলাফল ভালো হতো, তাহলে হয়তো আমি এখনও কোচের পদে থাকতাম।”
মার্কেজের বিদায়ের পেছনে ভারতীয় দলের এশিয়ান কাপ কোয়ালিফায়ারস-এর ব্যর্থ শুরু বড় কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ-এর বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্র করার পর, হংকং-এর বিরুদ্ধে ইনজুরি টাইমে একটি গোল খেয়ে ০-১ ব্যবধানে হেরে যায় ভারত।
২০২০-২১ মরসুমে হায়দরাবাদ এফসি-র কোচ হিসেবে ভারতে পা রাখেন মার্কেজ। ২০২২ সালে তিনি সেই দলকে আইএসএল ট্রফি জেতান। তিন বছরে ৭৪টি ম্যাচে দলের দায়িত্বে থেকে ৩৭টি জয় ও ২১টি ড্র নিয়ে নজর কাড়েন তিনি। পরে এফসি গোয়ার কোচ হন এবং দলকে সুপার কাপ জেতান।
জাতীয় দলের পাশাপাশি এফসি গোয়ার কোচ হিসেবেও কাজ করেছেন মার্কেজ। তাঁর কোচিংয়ে গোয়া ৬২টি ম্যাচে ৩৮টি জয় পায়, ১২টি করে হার ও ড্র করে।
এইভাবে ভারতীয় ফুটবলে এক অনন্য ছাপ রেখে সরে দাঁড়ালেন মানোলো মার্কেজ।