অল্পের জন্য বাঁচল ব্রায়ান লারার বিশ্বরেকর্ড! দলের জন্য বড় আত্মত্যাগ উইয়ান মুলডারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বুলাওয়োর কুইন্স স্পোর্টস ক্লাবে জিম্বাবোয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুলডার গড়ে তুললেন এক অবিস্মরণীয় ইনিংস। ২৭ বছর বয়সী এই ব্যাটার দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলে অপরাজিত ৩৬৭ রানে ইনিংস ঘোষণা করেন। অল্পের জন্য রক্ষা পায় লারার বিশ্বরেকর্ড।
দুপুরের লাঞ্চ ব্রেকের ঠিক আগে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৬২৬ রান তুলে ইনিংস ঘোষণা করে, মুলডার তখন অপরাজিত ৩৬৭ রানে। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেন হাশিম আমলার আগের রেকর্ড—২০১২ সালে লন্ডনের দ্য ওভালে ইংল্যান্ডের বিপক্ষে করা ৩১১*।
এই ইনিংস শুধু দক্ষিণ আফ্রিকার ইতিহাসেই নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসেও বিশেষ জায়গা করে নিয়েছে। মুলডারের ৩৬৭* ইনিংসটি এখন টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। মাত্র ৩৩ রানের জন্য তিনি পিছিয়ে পড়েন ব্রায়ান লারার ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে করা ৪০০* রানের বিশ্বরেকর্ড থেকে।
ব্রায়ান লারা – ৪০০* – ৫৮২ বল – ইংল্যান্ড – ২০০৪
ম্যাথু হেইডেন – ৩৮০ – ৪৩৭ বল – জিম্বাবোয়ে – ২০০৩
ব্রায়ান লারা – ৩৭৫ – ৫৩৮ বল – ইংল্যান্ড – ১৯৯৪
মাহেলা জয়বর্ধনে – ৩৭৪ – ৫৭২ বল – দক্ষিণ আফ্রিকা – ২০০৬
উইয়ান মুলডার – ৩৬৭* – ৩৩৪ বল – জিম্বাবোয়ে – ২০২৫
স্যার গ্যারি সোবার্স – ৩৬৫* – বল সংখ্যা অজানা – পাকিস্তান – ১৯৫৮
উল্লেখযোগ্যভাবে, এই ইনিংসে মুলডার ৩৩৪ বল মোকাবেলা করে ৪৯টি চার এবং ৪টি ছক্কা হাঁকিয়েছেন। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার অধিনায়কের দায়িত্ব পালন করেও এতটা নির্ভরযোগ্য ব্যাটিং তাঁর নেতৃত্বগুণের জানান দিচ্ছে।
২৯৭ বলে ট্রিপল সেঞ্চুরি করে তিনি টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরিয়ান হন। এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের বীরেন্দ্র সেহবাগ, যিনি ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই চেন্নাইয়ে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন।
শেষ পর্যন্ত, হাশিম আমলার রেকর্ড ছুঁয়ে নেওয়ার পর দ্রুতই আরও দুটি বাউন্ডারির মাধ্যমে মুলডার ইতিহাসে নিজের নাম লেখান। নিষ্প্রভ ও মনোবলহীন জিম্বাবোয়ে বোলিংয়ের বিপক্ষে তাঁর এই ইনিংস যুগান্তকারী হয়ে রইল দক্ষিণ আফ্রিকা তথা বিশ্ব ক্রিকেট ইতিহাসে।