ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৩৪তম ডুরান্ড কাপ! লাল-হলুদ ব্রিগেডের কবে কোথায় ম্যাচ? জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২৩ জুলাই যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হতে চলেছে ১৩৪ তম ডুরান্ড কাপ। উদ্বোধনী ম্যাচেই নামছে ইমামি ইস্টবেঙ্গল এফসি। ডুরান্ড জয়ের লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে লাল-হলুদ শিবির। তুলনামূলক সহজ গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল। সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে বিকেল ৫:৩০ টায় প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল।
প্রথম ম্যাচের পর বেশ কিছুদিন বিশ্রাম পাবেন ইস্টবেঙ্গল ফুটবলারেরা। গ্রুপ 'এ'-এর দ্বিতীয় ম্যাচে নামধারি এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। ৬ আগস্ট কিশোর ভারতী স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টায় হবে এই ম্যাচ।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে। ১০ আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৭টায় আয়োজিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ।