প্রয়াত ফুটবলার দিয়েগো জটার পরিবারের পাশে দাঁড়াল লিভারপুল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ৩ জুলাই স্পেন ও পর্তুগালের সীমান্তের কাছাকাছি জামোরা অঞ্চলে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন তারকা পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জটা ও তার ভাই আন্দ্রে সিলভা। এই ঘটনায় শোকে আচ্ছন্ন গোটা ফুটবল বিশ্ব। জটার বর্তমান ক্লাব লিভারপুলও গভীর শোক প্রকাশ করেছে।
তবে শুধু শোক প্রকাশেই থেমে যায়নি লিভারপুল, বরং জটার পরিবারের পাশে দাঁড়িয়ে এই মহৎ উদ্যোগ দিল ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল। ক্লাবের সাথে জটার চুক্তির যে সময়টুকু বাকি ছিল, অর্থাৎ দুই বছরের মোট বেতন তুলে দেওয়া হবে জটার পরিবারের হাতে।
লিভারপুলের সাথে জটার চুক্তি ছিল ২০২৭ সালের জুন মাস অবধি। প্রতি সপ্তাহে জটা পেতেন এক লক্ষ ৪০ হাজার পাউন্ড। সেইমতো দুই বছরে মোট এক কোটি ৪৫ লক্ষ পাউন্ড অর্থ পরিবারের হাতে তুলে দেবে লিভারপুল এফসি। বলা বাহুল্য, মৃত্যুর ১১ দিন আগে জটা বিয়ে করেছিলেন ছেলেবেলার প্রেমিকা রুট কার্ডোসোকে।